নজরে আইপিএল

আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে আগামী ৮ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর ম্যাচের টিকিট। কিন্তু আইপিএল আটের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট কবে থেকে পাওয়া যাবে, তা নিয়ে এ দিন রাত পর্যন্ত কোনও নিশ্চয়তা পাওয়া গেল না। যেটা হওয়ার কথা উদ্বোধনী ম্যাচের এক দিন আগে।

Advertisement
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৫ ০৩:১৬
Share:

জট আইপিএল উদ্বোধনের টিকিট নিয়ে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে আগামী ৮ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর ম্যাচের টিকিট। কিন্তু আইপিএল আটের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট কবে থেকে পাওয়া যাবে, তা নিয়ে এ দিন রাত পর্যন্ত কোনও নিশ্চয়তা পাওয়া গেল না। যেটা হওয়ার কথা উদ্বোধনী ম্যাচের এক দিন আগে।

Advertisement

সিএবি-র তরফে বলা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে নাকি প্রয়োজনীয় স্ট্যাম্প না আসায় টিকিট বিক্রির জন্য ছাড়া যাচ্ছে না। রাজ্য সরকারের তরফে যা মানা হচ্ছে না। বলা হচ্ছে, টিকিট এখনও হাতে এসে পৌঁছয়নি। এলে তাতে স্ট্যাম্প পড়তে কতক্ষণ?

সংগঠকেরা আতঙ্কে পড়ছেন অন্য জায়গায়। বলা হচ্ছে, শুক্রবার গুড ফ্রাইডের ছুটি। শনি ও রবি তো এমনি ছুটি। এর মধ্যে টিকিট না এলে পেতে পেতে সোমবার হয়ে যাবে। সেক্ষেত্রে সাধারণ দর্শকের কাছে টিকিট পৌঁছনোর জন্য পাওয়া যাবে এক দিনেরও কম। তাতে ম্যানেজ করে ওঠা নাকি অসম্ভব হয়ে যাবে।

ম্যাথেউজকে নিয়ে জট

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

শ্রীলঙ্কার ক্রিকেটারদের চেন্নাইয়ে খেলার উপর এ বারও নিষেধাজ্ঞা বজায় থাকার ফলটা প্রথম টের পেতে হচ্ছে দিল্লি ডেয়ারডেভিলসকে। চেন্নাই সুপারকিংসের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথেউজকে পাবে না দিল্লি। টিএনসিএ সচিব কাশী বিশ্বনাথন এ দিন বলেছেন, ‘‘ওরা চেন্নাইয়ে খেলতে পারবে না। ব্যাপারটা আইপিএল গর্ভনিং কাউন্সিলকে জানিয়ে দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন