IPL Auction 2021

আইপিএল নিলাম: কখন, কোথায়? সরাসরি আনন্দবাজার ডিজিটালে

নিলামের সব খবর রাখতে চোখ রাখতেই হবে আনন্দবাজার ডিজিটালের পাতায়। এ ছাড়াও দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১০:০৬
Share:

আইপিএলের নিলামে কোন দল নিতে পারবে কত জন ক্রিকেটারকে? —ফাইল চিত্র

আইপিএলের নিলামে বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ হবে বহু ক্রিকেটারের। কেউ হবেন কোটিপতি, কেউ বা পিছিয়ে পড়বেন আইপিএল বিশ্ব থেকে। চেন্নাইয়ে দুপুর ৩টে থেকে শুরু হতে চলা নিলামের সব খবর রাখতে চোখ রাখতেই হবে আনন্দবাজার ডিজিটালের পাতায়। এ ছাড়াও দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।

Advertisement

১১১৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন নিলামের জন্য। সেখান থেকে ২৯২ জনকে বেছে নেয় দলগুলো। তাঁদের নিয়েই নিলাম হবে বৃহস্পতিবার। প্রতিটা দল যদি ২৫ জন ক্রিকেটার নেয়, তবে বৃহস্পতিবার ৬১ জন ক্রিকেটার বিক্রি হবেন নিলামে। সেই সম্ভবনা খুব যে রয়েছে এমন নয়, কারণ দলগুলোর হাতে সেই পরিমাণ অর্থ নেই। কোন দল কত জন ক্রিকেটার নিতে পারে দেখে নেওয়া যাক।

চেন্নাই সুপার কিংস নিতে পারবে ৬ জন ভারতীয় এবং ১ জন বিদেশি ক্রিকেটার। তাদের হাতে রয়েছে ২২ কোটি ৯০ লক্ষ টাকা। দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে ১২ কোটি ৯০ লক্ষ টাকা। দিল্লি নিতে পারবে ৬ জন ক্রিকেটারকে যার মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে দুটো। পঞ্জাব কিংসের হাতে রয়েছে সব চেয়ে বেশি টাকা। ৫৩ কোটি ২০ লক্ষ টাকা নিয়ে তারা কিনতে পারবে ৯ জন ক্রিকেটার। যার মধ্যে ৫ জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে তারা। কলকাতা নাইট রাইডার্স নিতে পারবে ৮ জনকে। তাদের হাতে রয়েছে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা।

Advertisement

গত বারের জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্স নিতে পারবে ৭ জন ক্রিকেটার, যার মধ্যে ৪ জন বিদেশিকে নেওয়ার জায়গা রয়েছে তাদের। হাতে রয়েছে ১৫ কোটি ৩৫ লক্ষ টাকা। রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ৩৪ কোটি ৮৫ লক্ষ টাকা। তারা নিতে পারবে ৩ বিদেশি-সহ ৮ জন ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিতে পারবে ১৩ ক্রিকেটারকে। ৪ বিদেশি ক্রিকেটার নেওয়ার জায়গা ফাঁকা রয়েছে তাদের। ব্যাঙ্গালোর দলের হাতে রয়েছে ৩৫ কোটি ৯০ লক্ষ টাকা। সানরাইজার্স হায়দরাবাদ দলের হাতে রয়েছে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা। ১ বিদেশি-সহ ৩ ক্রিকেটার নিতে পারবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন