Sports News

আজ আইপিএল নিলাম, কোথায় দাঁড়িয়ে কোন দল?

তিমধ্যেই সব দল তাঁদের ধরে রাখা প্লেয়ারের তালিকা দিয়ে দিয়েছে। যে কারণে কো ফ্র্যা়ঞ্চাইজির ঘরে কত টাকা রয়েছে খরচ করার মতো তাও ঠিক হয়ে গিয়েছে। ২৭ ও ২৮ জানুয়ারি , দু’দিন ধরে চলবে নিলাম।

Advertisement

সুচরিতা সেন চৌধুরী

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ১৪:৫৮
Share:

.

আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরই শুরু হয়ে যাবে আইপিএল নিলাম। ১১তম আইপিএল নিলামের আসর বসতে চলেছে বেঙ্গালুরুতে। মোট ৫৮০ জন ক্রিকেটার উঠবেন নিলামে। তার মধ্যে ৩৬১ জন ভারতীয়।

Advertisement

ফ্র্যা়ঞ্চাইজিগুলো সব থেকে কম ১৮ জনের জন্য বিড করতে পারবে। সব থেকে বেশি ২৫ জন। কম করে ৬০ কোটি ব্যয় করতে হবে। দলে সব থেকে বেশি ৮ জন বিদেশি রাখা যাবে।

ইতিমধ্যেই সব দল তাঁদের ধরে রাখা প্লেয়ারের তালিকা দিয়ে দিয়েছে। যে কারণে কো ফ্র্যা়ঞ্চাইজির ঘরে কত টাকা রয়েছে খরচ করার মতো তাও ঠিক হয়ে গিয়েছে। ২৭ ও ২৮ জানুয়ারি , দু’দিন ধরে চলবে নিলাম। ১৬ জন মার্কি প্লেয়ার রয়েছে নিলামের তালিকায়। সেই তালিকায় রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, যুবরাজ সিংহ থেকে, গৌতম গম্ভীর, সাকিব আল হাসান, জো রুটরা।

Advertisement

আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

এ বার দেখে নেওয়া যাক কোন দলের কী অবস্থা।

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন