লোঢা কমিটির রায় পর্যালোচনায় নতুন কমিটি গঠন

গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগে আইপিএল চেয়ারম্যান জানিয়েছিলেন সাসপেন্ড হওয়া দুই দল— রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস-কে নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না রবিবারে।

Advertisement
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ১৭:২৮
Share:

গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগে আইপিএল চেয়ারম্যান জানিয়েছিলেন সাসপেন্ড হওয়া দুই দল— রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস-কে নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না রবিবারে। এ দিন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি ঠিকই, কিন্তু লোঢা কমিটির রায় পর্যালোচনা করতে এ দিন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিল গভর্নিং কাউন্সিল। আগামী ছয় সপ্তাহের মধ্যে কমিটিকে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লকে। এই খেলার সঙ্গে জড়িত সকলের স্বার্থ রক্ষা করে কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে পর্যালোচনা করবে ওই কমিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement