বেঙ্গালুরুর ৫ উইকেটে হার

পঠানের ব্যাটে জয়ে ফিরল কলকাতা

ইউসুফ পঠানের ব্যাটের দাপটে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ১৮৬ রানের লক্ষে ব্যাট করতে এসে প্রথমেই প্যাভেলিয়নে ফিরে যান রবিন উথাপ্পা। গৌতম গম্ভীর কিছুক্ষণ হাল ধরার চেষ্টা করলেও বেশিক্ষন টিকে থাকতে পারেননি, এর পর হাল ধরেন ইউসুফ পঠান।

Advertisement
শেষ আপডেট: ০২ মে ২০১৬ ২০:০৬
Share:

বেঙ্গালুরু ১৮৫/৭ (২০ ওভার)

Advertisement

কলকাতা ১৮৯/৫ (১৯.১/২০ ওভার)

৫ বল বাকি থাকতে ৫ উইকেটে বেঙ্গালুরুকে হারিয়ে দিল কলকাতা

Advertisement

ইউসুফ পঠানের ব্যাটের দাপটে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ১৮৬ রানের লক্ষে ব্যাট করতে এসে প্রথমেই প্যাভেলিয়নে ফিরে যান রবিন উথাপ্পা। গৌতম গম্ভীর কিছুক্ষণ হাল ধরার চেষ্টা করলেও বেশিক্ষন টিকে থাকতে পারেননি, এর পর হাল ধরেন ইউসুফ পঠান। ২৯ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত রাসেলের ৩৯ রানের ইনিংস। ৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। দিল্লি ও মুম্বইয়ের কাছে হারের পর ঘরের মাটিতে ফেরার আগে এই জয়টি খুবই দরকার ছিল নাইটদের। বেঙ্গালুরুর হয়ে জোড়া উইকেট নেন চাহাল। একটি করে উইকেট বিনি, আরবিন্দ ও ওয়াটসনের।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে এসে কলকাতার সামনে ১৮৬ রানের লক্ষ্যমাত্রা রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেন করতে এসে ক্রিস গেইল মাত্র ৭ রান করে আউট হয়ে গেলে দলের ব্যাটিংয়ের হাল লোকেশ রাহুলের সঙ্গে এসে ধরেন বিরাট কোহলি। দু’জনেই করেন ৫২ রান করে। ডি ভিলিয়ার্স মাত্র ৪ রান করে আউট হন। ৩৪ রান করে রান আউট হন ওয়াটসন। সচিন বেবি ও স্টুয়ার্ট বিনি দু’জনেই ১৬ রান করে আউট হন। কলকাতার হয়ে দুটো করে উইকেট নেন মর্কেল ও চাওলা। একটি করে উইকেট রাসেল ও যাদবের।

• ১৯.১ ওভারে কলকাতা ১৮৯/৫।

• সূর্যকুমার যাদবের বাউন্ডারিতে জয় কেকেআর-এর।

• ১৯ ওভারে কলকাতা ১৮৫/৫।

• শামসিকে পঠানের ওভার বাউন্ডারি, বাউন্ডারি।

• ১২ বলে ১৭ রান দরকার কলকাতার। হাতে রয়েছে ৫ উইকেট।

• ১৮ ওভারে কলকাতা ১৬৯/৫।

• চাহালের বলে বিনিকে ক্যাচ দিয়ে আউট হলেন রাসেল। করলেন ৩৯ রান।

• আউট...

• ১৭ ওভারে কলকাতা ১৬৩/৪।

• এই ওভার থেকে এল ২৪ রান।

• ওয়াটসনের এক ওভারে পঠানের চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।

• ওয়াটসনকে ওভার বাউন্ডারি।

• ওয়াটসনকে পঠানের পর পর তিনটি বাউন্ডারি।

• ১৬তম ওভারে কলকাতা ১৩৯/৪।

• ৩১ রানে ব্যাট করছেন আন্দ্রে রাসেল ও ১৪ রানে ইউসুফ পঠান।

• ১৫ ওভারে কলকাতা ১২৩/৪।

• এই ওভার থেকে এল ১৮ রান।

• শামসিকে রাসেলেন জোড়া ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারিয়

• ১৪ ওভারে কলকাতা ১০৫/৪।

• ৪১ বলে কলকাতার দরকার ৯৩ রান। হাতে আছে ৪ উইকেট।

• ১৩ ওভারে কলকাতা ৯৩/৪।

• অ্যারন ফিঞ্চকে পঠানের ছক্কা।

• ১২ ওভারে কলকাতা ৮৪/৪।

• চাহালকে রাসেলের ওভার বাউন্ডার।

• ১১ ওভারে কলকাতা ৭৩/৪।

• পঠানের সঙ্গে ব্যাট করতে এলেন আন্দ্রে রাসেল।

• ওয়াটসনের বলে সচিন বেবিকে ক্যাচ দিয়ে আউট মনীশ পাণ্ডে। করলেন ৮ রান।

• আউট...

• ১০ ওভারে কলকাতা ৬৯/৩।

• এই ওভার থেকে এল নাত্র ৩ রান।

• মনীশ পাণ্ডের সঙ্গে ব্যাট করতে এলেন ইউসুফ পঠান।

• ৯ ওভারে কলকাতা ৬৬/৩।

• অরবিন্দের বলে এলবিডব্লু গৌতম গম্ভীর। করলেন ৩৭ রান।

• আউট...

• ৮ ওভারে কলকাতা ৫৯/২।

• ৩০ রানে ব্যাট করছেন গৌতম গম্ভীর ও ৫ রানে মনীশ পাণ্ডে।

• ৭ ওভারে কলকাতা ৫২/২।

• শামসির ওভার থেকে এল ১৫ রান।

• শেষ পর্যন্ত গম্ভীরের ব্যাট থেকে এল ওভার বাউন্ডারি ও বাউন্ডারি।

• ৬ ওভারে কলকাতা ৩৭/২।

• অ্যারন ফিঞ্চের ওভারে এল মাত্র ৩ রান।

• ৫ ওভারে কলকাতা ৩৪/২।

• এই ওভারে মাত্র ২ রানই নিতে পারলেন গম্ভীররা।

• চাহালের বলে বোল্ড লিন। করলেন ১৫ রান।

• আউট...

• ৪ ওভারে কলকাতা ৩২/১।

• এই ওভারে ১০ রান দিলেন ওয়াটসন।

• ৩ ওভারে কলকাতা ২২/১।

• এই ওভার থেকে এল ১১ রান।

• বিনির বলে লিনের ওভার বাউন্ডারি।

• ২ ওভারে কলকাতা ১১/১।

• তাঁর ওভার থেকে এল ৫ রান।

• শ্রীনাথ অরবিন্দ বল করতে এলেন।

• ১ ওভারে কলকাতা ৬/১।

• ব্যাট করছেন গৌতম গম্ভীর ও ক্রিস লিন।

• বিনির বলে কোহলিকে ক্যাচ দিয়ে আউট উথাপ্পা। করলেন ১ রান।

• শুরুতেই আউট উথাপ্পা।

• ব্যাটিং শুরু কেকেআর-এর।

• ২০ ওভারে বেঙ্গালুরু ১৮৫/৭।

• ওয়াটসন রান আউট। করলেন ৩৪ রান।

• আউট...

• যাদবের বলে পাণ্ডেকে ক্যাচ দিয়ে আউট বিনি। করলেন ১৬ রান।

• আউট...

• উমেশ যাদবকে স্টুয়ার্ট বিনির জোড়া ছক্কা ও একটি বাউন্ডারি।

• ১৯ ওভারে বেঙ্গালুরু ১৬৭/৫।

• এই ওভারে এল ১৩ রান।

• রাসেলের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট সচিন বেবি।

• আউট...

• পর পর ৩টি বাউন্ডারি হাঁকিয়ে রাসেলের ওভার শুরু করল ওয়াটসন।

• ১৮ ওভারে বেঙ্গালুরু ১৫৪/৪।

• এই ওভার থেকে এল ২৩ রান।

• সচিন বেবির ব্যাট থেকে এল দুটো বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। একটি বাউন্ডারি ওয়াটসনের।

• উমেশ যাদবের ওভারে ২৩ রান তুলল বেঙ্গালুরু।

• ১৭ ওভারে বেঙ্গালুরু ১৩১/৪।

• তার আগেই কোহলির ক্যাচ ফেলেছেন গম্ভীর।

• মর্কেলের বলে রাসেলকে ক্যাচ দিয়ে আউট বিরাট কোহলি। করলেন ৫২ রান।

• আউট...

• ১৬ ওভারে বেঙ্গালুরু ১২৫/৩।

• নারিনকে ওয়াটসনের ওভার বাউন্ডারি।

• ১৫ ওভারে কলকাতা ১১২/৩।

• মর্কেলের ওভারে মাত্র ৩ রানই তুলতে পারলেন কোহলি।

• ১৪ ওভারে বেঙ্গালুরু ১০৯/৩।

• এই ওভারে চাওলা দিলেন মাত্র ৩ রান।

• চাওলার বলে এলবিডব্লু ডি ভিলিয়ার্স।করলেন ৪ রান।

• আউট...

• ১৩ ওভারে বেঙ্গালুরু ১০৬/২।

• এই ওভার থেকে এল ৯ রান।

• নারিনকে কোহলির জোড়া বাউন্ডারি।

• ব্যাট করতে এসেছে এবি ডি ভিলিয়ার্স।

• ১২ ওভারে বেঙ্গালুরু ৯৭/২।

• এই ওভার থেকে এল ৫ রান।

• চাওলার বলে পঠানকে ক্যাচ দিয়ে আউট রাহুল। রান করলেন ৫২।

• আউট...

• ১১ ওভারে বেঙ্গালুরু ৯২/১।

• হাফ সেঞ্চুরি লোকেশ রাহুলের।

• নারিনের ওভারের প্রথম বলে ছক্কা, দ্বিতীয় বলে বাউন্ডারি লোকেশ রাহুলের।

• লোকেশ রাহুল ব্যাট করছেন ৪০ রানে ও বিরাট কোহলি ব্যাট করছেন ৩১ রানে।

• ১০ ওভারে বেঙ্গালুরু ৭৯/১।

• চাওলার এই ওভার থেকে এল ১৫ রান।

• চাওলাকে রাহুলের ওভার বাউন্ডারি।

• চাওলাকে রাহুলের ওভার বাউন্ডারি।

• উমেশ যাদবের এই ওভার থেকে এল ৪ রান।

• ৯ ওভারে বেঙ্গালুরু ৬৪/১।

• ৮ ওভারে বেঙ্গালুরু ৬০/১।

• এই ওভার থেকে এল ৯ রান।

• চাওলাকে কোহলির বাউন্ডারি।

• বল করতে এলেন চাওলা।

• ১৮ রানে ব্যাট করছেন বিরাট কোহলি ও ২৫ রানে লোকেশ রাহুল।

• ৭ ওভারে বেঙ্গালুরু ৫১/১।

• যাদবের এই ওভার থেকে এল ১১ রান।

• উমেশ যাদবের ওভারে লোকেশ রাহুল ও বিরাট কোহলি একটু করে বল বাউন্ডারিতে পাঠালেন।

• বল করতে এলেন উমেশ যাদব।

• ৬ ওভারে বেঙ্গালুরু ৪০/১।

• শুরুতেই জোড়া বাউন্ডারি রাহুলের।

• বল করতে এসেছেন নারিন।

• ৫ ওভারে কলকাতা ৩০/১।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ৪ ওভারে বেঙ্গালুরু ২৫/১।

• মর্কেলকে রাহুলের বাউন্ডারি।

• বল করছেন মর্নি মর্কেল।

• মোটেও ফর্মে নেই গেইল। শেষ পাঁচটি ইনিংসে তাঁর রান ০, ১, ৫, ৪, ৪। আর আজ ৭।

• ৩ ওভারে বেঙ্গালুরু ১৫/১।

• বল করতে এলেন আন্দ্রে রাসেল।

• এই ওভার থেকে এল ১ উইকেট ও ৯ রান।

• ২ ওভারে বেঙ্গালুরু ১১/১।

• ব্যাট করতে এসেছেন বিরাট কোহলি।

• মর্কেলের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে আউট বিগ হিটার গেইল। করলেন ৭ রান।

• আউট...

• মর্কেলের বলে ছক্কা হাঁকালেন গেইল।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ব্যাট করছেন লোকেশ রাহুল ও ক্রিস গেইল।

• ১ ওভারে বেঙ্গালুরু ২/০।

• খেলা শুরু।

টস জিতে প্রথমে ফিল্ডিং নিল কলকাতা নাইট রাইডার্স। পর পর দুটো ম্যাচ হেরে বিরাট কোহলির দলের সামনে কিছুটা ব্যাকফুটে গৌতম গম্ভীর। হারের মুখ দেখতে হয়েছে গম্ভীরের ঘরের মাঠ দিল্লিতে। তার আগে মুম্বইয়ের কাছে হার। সব মিলে এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া নাইট ব্রিগেড। টানা অ্যাওয়ে ম্যাচ খেলছে দল। ঘরে ফেরার আগে তাই জয় নিয়ে ফিরতে চাইছে শাহরুখের ছেলেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন