মুম্বইয়ের কাছে আবার হার নাইটদের

১২ বল বাকি থাকতেই ৬ উইকেটে কলকাতা হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলল কলকাতা নাইট রাইডার্স। দুই ওপেনার উথাপ্পা ৩৬ ও গৌতম গম্ভীর ৫৯ রান করে আউট হন।

Advertisement
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ২০:০৩
Share:

কলকাতা ১৭৪/৫ (২০ ওভার)

Advertisement

মুম্বই ১৭৮/৪ (১৮/২০ ওভার)

১২ বল বাকি থাকতে ৬ উইকেটে কলকাতাকে হারাল মুম্বই

Advertisement

১২ বল বাকি থাকতেই ৬ উইকেটে কলকাতা হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলল কলকাতা নাইট রাইডার্স। দুই ওপেনার উথাপ্পা ৩৬ ও গৌতম গম্ভীর ৫৯ রান করে আউট হন। সূর্য কুমার যাদব ২১, রাসেল ২২ করে আউট হন। লিন ও পঠান ১০ ও ১৯ রান করে অপরাজিত থাকেন। মুম্বইয়ের হয়ে জোড়া উইকেট নিলেন টিম সাউদি। একটি করে উইকেট ম্যাকক্লেনাঘান, হরভজন সিংহ ও হার্দিক পাণ্ডর। জবাবে ব্যাট করতে এসে ৪৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। তাঁকে যোগ্য সঙ্গত পোলার্ডের। ১৭ বলে ২টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন পোলার্ড। ৩২ রানে আউট হন রায়াডু। কলকাতা নাইট রাইডার্সের হয়ে জোড়া উইকেট নেন নারিন। একটি করে উইকেট যাদব ও সাকিবের।

• ১৮ ওভারে মু্ম্বই ১৭৮/৪।

• এই ওভারে ২২ রান দিলেন উনাদকর।

• ১৭ ওভারে মুম্বই ১৫৬/৪।

• ১৬ ওভারে মুম্বই ১৪৯/৪।

• এই ওভারে এল ২৩ রান।

• সথিশকে পোলার্ডের ৩টি ওভার বাউন্ডারি এক ওভারেয়

• ১৫ ওভারে মুম্বই ১২৬/৪।

• ১৪ ওভারে মুম্বই ১১৬/৪।

• রাসেলকে রোহিত শর্মার জোড়া বাউন্ডারি।

• ১৩ ওভাপে মুম্বই ১০৬/৪।

• নারিনের বলে লিনকে ক্যাচ দিয়ে ফিরলেন বাটলার।

• আউট...

• নারিনের ওভারে মুম্বই মাত্র ৪ রানই নিতে পারল।

• ১২ ওভারে মুম্বই ১০২/৩।

• রোহিত শর্মার হাফ সেঞ্চুরি।

• ১১ ওভারে মুম্বই ৯১/৩।

• ১০ ওভারে মুম্বই ৮৫/৩।

• ৯ ওভারে মুম্বই ৭৮/৩।

• মাত্র ৩ রান দিলেন এই ওভারে।

• নারিনের বলে বোল্ড পাণ্ড্য। করলেন ৬ রান।

• আউট...

• ৮ ওভারে মুম্বই ৭৫/২।

• ৭ ওভারে মুম্বই ৬৮/২।

• সাকিবের বলে সূর্য কুমার যাদবকে ক্যাচ দিয়ে আউট রায়াডু। করলেন ৩২ রান।

• আউট...

• ৬ ওভারে মুম্বই ৬৪/১।

• উনাদকরের ওভারে একটি ছক্কা ও তিনটি বাউন্ডারি হাঁকালেন রায়াডু, রোহিত।

• ৫ ওভারে মুম্বই ৪৫/১।

• নারিনকে রোহিতের বাউন্ডারি।

• ৪ ওভারে মুম্বই ৩৭/১।

• ৩ ওভারে মুম্বই ২৬/১।

• সাকিবকে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ওভারে ১০ রান তুলে নিলেন রায়াডু।

• দ্বিতীয় ওভারেও ৮ রান দেওয়ার পর তৃতীয় ওভারে সাকিব এসে দিলেন ১০ রান।

• রোহিত শর্মার সঙ্গে ব্যাট করতে এলেন অম্বাতি রায়াডু।

• ২ ওভারে মুম্বই ১৬/১।

• উমেশ যাদব দিনের প্রথম বলেই তুলে নিলেন পার্থিব পটেলকে। করেন মাত্র ১ রান।

• আউট...

• প্রথম ওভারেই ৮ রান দিলেন উনাদকর। প্রথম ওভারেই ছক্কা রোহিত শর্মার।

• ১ ওভারে মুম্বই ৮/০।

• মুম্বইয়ের ব্যাটিং শুরু।

• ২০ ওভারে কলকাতা ১৭৪/৫।

• শেষ ওভারে এল ৮ রান।

• ১৯ ওভারে কলকাতা ১৬৬/৫।

• ম্যাক ক্লেনাঘানের বলে পঠানের জোড়া বাউন্ডারি।

• ব্যাট করছেন ক্রিস লিন ও ইউসুফ পঠান।

• এই ওভারে এল ১৩ রান।

• ১৮ ওভারে কলকাতা ১৫৬/৫।

• সাউদিকে পর পর জোড়া বাউন্ডারি পঠানের।

• ব্যাট করতে এলেন ইউসুফ পঠান।

• টিম সাউদির বলে বোল্ড আন্দ্রে রাসেল। করলেন ২২ রান।

• আউট...

• ১৭ ওভারে কলকাতা ১৪৩/৪।

• বুমরাহকে রাসেলের তিনটি বাউন্ডারি।

• ব্যাট করতে এলেন ক্রিস লিন।

• ১৬ ওভারে কলকাতা ১৩০/৪।

• টিম সাউদির বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট সূর্য কুমার যাদব। করলেম ২১ রান।

• আউট...

• ১৫ ওভারে কলকাতা ১২৬/৩।

• বুমরাহর এই ওভারে মাত্র ৪ রান এল।

• ব্যাট করতে এসেছেন আন্দ্রে রাসেল।

• ১৪ ওভারে কলকাতা ১২২/৩।

• ম্যাক ক্লেনাঘানের বলে পোলার্ডকে ক্যাচ দিয়ে ৫৯ রানে আউট গৌতম গম্ভীর।

• আউট....

• ১৩ ওভারে কলকাতা ১১৬/২।

• এই ওভারে এল ১৫ রান।

• হাফ সেঞ্চুরি গম্ভীরের। ব্যাট করছেন ৫২ রানে।

• গৌতম গম্ভীরের ওভার বাউন্ডারি ও বাউন্ডারি পাণ্ডেকে।

• ১২ ওভারে কলকাতা ১০১/২।

• এই ওভারে এল ৮ রান।

• হরভজনকে সূর্য কুমার যাদবের বাউন্ডারি।

• গৌতম গম্ভীর ব্যাট করছেন ৪২ রানে।

• এই ওভারে এল ৬ রান।

• ১১ ওভারে কলকাতা ৯৩/২।

• ১০ ওভারে কলকাতা ৮৭/২।

• ব্যাট করতে এলে সূর্য কুমার যাদব।

• ৯ ওভারে কলকাতা ৭৮/২।

• হার্দিক পাণ্ডের বলে পার্থিব পটেলকে ক্যাচ দিয়ে আউট সাকিব। করলেন মাত্র ৬ রান।

• এসেই আউট সাকিব।

• হার্দিকের বলে সাকিবের বাউন্ডারি।

• ব্যাট করতে এলেন সাকিব আল হাসান।

• ৮ ওভারে কলকাতা ৭১/১।

• হরভজনের বলে পোলার্ডকে ক্যাচ দিয়ে আউট হলেন উথাপ্পা। করলেন ২০ বলে ৩৬ রান।

• আউট...

• ৭ ওভারে কলকাতা ৬৭/০।

• হার্দিক পাণ্ডকে আবার উথাপ্পার বান্ডারি।

• ৬ ওভারে কলকাতা ৫৯/০।

• গত ম্যাচে শুরুতেই আউট হয়ে গিয়েছিলেন উথাপ্পা। এবার মুম্বইয়ের বিরুদ্ধে শুরু থেকেই ব্যাট চালাচ্ছেন।

এবার হরভজনকে ওভার বাউন্ডারি উথাপ্পার।

• ৫ ওভারে কলকাতা ৪৮/০।

• বুমরাহকে উথাপ্পার ওভার বাউন্ডারি।

• ৪ ওভারে কলকাতা ৩৮/০।

• ম্যাক ক্লেনাঘানের ওভার কিছুটা রানের উপর নিয়ন্ত্রন আনল। এল ৬ রান।

• ৩ ওভারে কলকাতা ৩২/০।

• এই ওভার থেকে এল ১৭ রান।

• টিমের ওভারে পর পর তিনটি বাউন্ডারি হাঁকালেন গম্ভীর ও উথাপ্পা।

• এই ওভারে থেকে এল ১১ রান।

• ২ ওভারে কলকাতা ১৫/০।

• ১ ওভারে কলকাতা ৪/০।

• ব্যাট করছেন উথাপ্পা-গম্ভীর।

• খেলা শুরু।

টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে মুম্বই। টগবগ করে ফুটছে পুরো কলকাতা নাইট রাইডার্স দল। মুম্বইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের মাটিতে নামার আগেও ততটাই আত্মবিশ্বাসী গম্ভীর অ্যান্ড ব্রিগেড। মানসিকভাবে একটু হলেও পিছিয়ে হোম টিম। কারণ পাঁচ ম্যাচে ইতিমধ্যেই চারটিতে জয় পেয়েছে কলকাতা। কিন্তু য়ে একটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল সেটি ছিল এই মুম্বইয়ের বিরুদ্ধেই। তাও আবার ঘরের মাঠে। এমন অবস্থায় কলকাতার সামনে বদলার ম্যাচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন