Sports News

প্রতি ম্যাচে ১০ লাখ ডলার!

মোদীর মতে, আন্তর্জাতিক ক্রিকেটের উপর এর প্রভাব ক্রমশ বাড়বে। আইপিএল খেলে দেশের দরজা খুলবে প্লেয়ারদের সামনে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগ যাঁর মস্তিষ্ক প্রসূত সেই ললিত মোদী এমন ভবিষ্যতবানী করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ২১:০৬
Share:

সসিত মোদী। —ফাইল চিত্র।

এমনটাই ইঙ্গিত দিয়েছেন ললিত মোদী। আইপিএল খেলা প্রতি ক্রিকেটার নাকি ম্যাচ প্রতি পাবে ১০ লাখ ডলার। যা ছাপিয়ে যেতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদেরও। ইন্ডিয়ান প্রিমিয়র লিগ যাঁর মস্তিষ্ক প্রসূত সেই ললিত মোদী এমন ভবিষ্যতবানী করেছেন। ব্রিটেনের টেলিগ্রাফ সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী বলেন, ‘‘আইপিএল থাকবে। বিশ্বের যে কোনও লিগকে দাবিয়ে রেখেছে।’’

Advertisement

মোদীর মতে, আন্তর্জাতিক ক্রিকেটের উপর এর প্রভাব ক্রমশ বাড়বে। আইপিএল খেলে দেশের দরজা খুলবে প্লেয়ারদের সামনে। বলেন, ‘‘একদিন দেখবেন ক্রিকেটাররা খেলা প্রতি ১০ থেকে ২০ লাখ ডলার পাচ্ছে। এবং এটা খুব দ্রুত হবে।’’

মোদীর মতে, একদিন দেশের মধ্যে লড়াইয়ের গুরুত্বও কমে যাবে। শুধু প্রফেশনাল লিগ থাকবে। তিনি বলেন, ‘‘আজ ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও চাহিদা নেই। মূল্য শূন্য। কিছুদিন পর দেখা যাবে দ্বিপাক্ষিক সিরিজও হারিয়ে গিয়েছে। তিন-চার বছরে একবার বড় সিরিজ হবে।’’

Advertisement

আরও খবর
সহবাগের সঙ্গে দেখা করতে ছুটে এলেন ৯৩ বছরের ফ্যান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement