আগামী মাসে মহারাষ্ট্র থেকে আইপিএল ম্যাচ সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে আলোচনার জন্য শুক্রবার বৈঠক ডাকলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। সংশ্লিষ্ট দুই ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তাদের সঙ্গে এই বৈঠক করবেন তিনি ও বোর্ড সচিব অনুরাগ ঠাকুর। রাজীব শুক্ল জানিয়েছেন, মুম্বই এবং পুণের হোম ম্যাচের জন্য আপাতত রায়পুর, কানপুর এবং বিশাখাপত্তনমকে বাছা হয়েছে। বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৭ দিনের মধ্যে ১৩টি ম্যাচ সরিয়ে অন্য রাজ্যে নিয়ে যাওয়াটা যে বেশ কঠিন কাজ, তা আগেই জানিয়েছেন শুক্ল।
বুধবারই বম্বে হাইকোর্ট রায় দিয়েছিল, মহারাষ্ট্রে খরা পরিস্থিতির জন্য মে মাসে সে রাজ্যে কোনও আইপিএল ম্যাচ করা যাবে না। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার রাস্তায় যাবে কি না বোর্ড, তা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। প্লে অফের দু’টি ম্যাচ ও ফাইনালও সরানোর নির্দেশ দিয়েছে আদালত। উচ্চতর আদালতে আবেদনের রাস্তায় না গেলে সেগুলি কোথায় হবে, তাও এই বৈঠকে আলোচনা হওয়ার কথা। কলকাতার পাশাপাশি বেঙ্গালুরু ও দিল্লি নক আউটের ম্যাচগুলি করতে চায় বলে বোর্ডসূত্রের খবর।