Dwayne Bravo

IPL 2022: দল হারলেও নজির ব্র্যাভোর, মালিঙ্গাকে ছুঁলেন সিএসকে-র বোলার

আইপিএলে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন মালিঙ্গা। ব্র্যাভো ১৭০ উইকেট নিয়েছেন ১৫১ ম্যাচে। তৃতীয় স্থানে রয়েছেন অমিত মিশ্র। ১৫৪ ম্যাচে ১৬৬ উইকেট নিয়েছেন তিনি। ১৬৫ ম্যাচে ১৫৭ উইকেট নিয়ে চার নম্বরে রয়েছেন পীযূষ চাওলা। পাঁচ নম্বরে রয়েছেন হরভজন সিংহ। ১৬০ ম্যাচে ১৫০ উইকেট তাঁর দখলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৩:১৭
Share:

আইপিএলে নজির ব্র্যাভোর ফাইল চিত্র।

প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। দল হারলেও ব্যক্তিগত নজির গড়েছেন দলের বিদেশি অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে থাকা শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে ছুঁয়ে ফেলেছেন তিনি। দু’জনেরই উইকেটের সংখ্যা ১৭০।

Advertisement

আইপিএলে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন মালিঙ্গা। ব্র্যাভো ১৭০ উইকেট নিয়েছেন ১৫১ ম্যাচে। তৃতীয় স্থানে রয়েছেন অমিত মিশ্র। ১৫৪ ম্যাচে ১৬৬ উইকেট নিয়েছেন তিনি। ১৬৫ ম্যাচে ১৫৭ উইকেট নিয়ে চার নম্বরে রয়েছেন পীযূষ চাওলা। পাঁচ নম্বরে রয়েছেন হরভজন সিংহ। ১৬০ ম্যাচে ১৫০ উইকেট তাঁর দখলে। চলতি প্রতিযোগিতায় ব্র্যাভো ছাড়া আর কেউ খেলছেন না। ফলে এই তালিকায় সবাইকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

Advertisement

গ্রাফিক: সনৎ সিংহ

১৩১ রান তাড়া করতে নেমে কলকাতার ওপেনিং জুটি অজিঙ্ক রহাণে ও বেঙ্কটেশ আয়ার ভাল খেলছিলেন। পাওয়ার প্ল-তে কোনও উইকেট পড়েনি। সপ্তম ওভারে বল করতে এসেই বেঙ্কটেশকে আউট করেন ব্র্যাভো। ৪৪ রান করার পরে রহাণেও তাঁর শিকার হন। নিজের শেষ ওভারে স্যাম বিলিংসকে আউট করে মালিঙ্গার নজির স্পর্শ করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন