অগ্নিকাণ্ড থেকে বাঁচল ইডেন

ঘরের মাঠে কেকেআর আগুন ঝরানোর আগেই বড়সড় অগ্মিকান্ড হতে চলেছিল ইডেনে। কিন্তু উপস্থিত দমকলকর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত আর তা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০৩:৪৬
Share:

ঘরের মাঠে কেকেআর আগুন ঝরানোর আগেই বড়সড় অগ্মিকান্ড হতে চলেছিল ইডেনে। কিন্তু উপস্থিত দমকলকর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত আর তা হয়নি।

Advertisement

বৃহস্পতিবার আইপিএল ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটে। যার খবর শুনে ইডেনে দৌড়ে আসেন মেয়র ও দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। দমকলের শীর্ষকর্তাদের ডেকে তিনি জানিয়ে দেন, এমন ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, তার ব্যবস্থা যেন দ্রুত নেওয়া হয়।

ঠিক কী ঘটেছিল এ দিন ইডেনে?

Advertisement

ক্লাব হাউসের আপার টায়ারের উপরে যে ঝুলন্ত প্রেস বক্স, তার ডান দিকে এক বাতানুকূল যন্ত্র থেকে হঠাৎ অনবরত ধোঁয়া বেরতে শুরু করে। যা দেখে তার নীচে বসে থাকা দর্শকরা রীতিমতো আতঙ্কিত হয়ে গ্যালারি থেকে দৌড়ে বেরনোর চেষ্টা শুরু করে দেন। ঘন ধোঁয়ায় ভরে যায় চার দিক। তখনই কর্তব্যরত দমককলকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে প্রেস বক্সে ছুটে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর তাঁরা সফল হন। এ রকম একটা দুর্ঘটনার সময় অবশ্য সিএবি-র কোনও শীর্ষকর্তাকে দেখা যায়নি। খবর পেয়ে প্রায় আধ ঘণ্টা পর ইডেনে ছুটে আসেন মেয়র ও দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ও দমকলের কর্তাদের সঙ্গে কথা বলার পর জানিয়ে দেন, ‘‘ইডেনের গার্ডেনের মতো একটা ঐতিহ্যবাহী জায়গায় এ রকম ঘটনা ঘটেছে শুনেই আমি ছুটে এসেছি। না হলে আজ এখানে আসার কোনও পরিকল্পনা ছিল না আমার। শুনলাম, এসি মেশিনে শর্ট সার্কিট থেকেই ঘটনাটা ঘটেছে। আরও বড় হতে পারত। কিন্তু আর যাতে এমন ঘটনা না ঘটে, তার আশু ব্যবস্থা নেওয়া হবে।’’ ইডেনের প্রেস বক্সে দাঁড়িয়ে যখন কথাগুলো বলছিলেন শোভনবাবু, তখনও অবশ্য সিএবি-র কোনও শীর্ষকর্তাকে আশেপাশে দেখা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন