IPL 2024

জয়পুরে স্টেডিয়ামের পথে বিপাকে মুম্বইয়ের বাস, উদ্ধারে এগিয়ে এলেন স্থানীয়েরা

হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার সময় জয়পুরের রাস্তায় সমস্যায় পড়ে রোহিতদের বাস। বেশ কয়েক মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকে মুম্বই দলের বাস। স্থানীয়দের সহায়তায় দ্রুত সমাধান হয় সমস্যার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ২২:৫৭
Share:

মুম্বই ইন্ডিয়ান্স দল। ছবি: আইপিএল।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে আসার পথে সমস্যায় পড়ে মুম্বই ইন্ডিয়ান্স দলের বাস। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যেরা সময় মতো জয়পুরের সোয়াইমান সিংহ স্টেডিয়ামে পৌঁছতে পারবেন কি না, তা নিয়ে সামান্য উদ্বেগ তৈরি হয়। জয়পুরের ক্রিকেটপ্রেমীদের সাহায্যে কিছু ক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায়।

Advertisement

হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় জ্যামে আটকে যায় মুম্বইয়ের বাস। বেশ কয়েক মিনিট একই জায়গায় দাঁড়িয়ে থাকে রোহিত, হার্দিকদের বাস। তবে রাস্তায় জ্যাম হতেই তৎপর হয়ে ওঠেন জয়পুরের ক্রিকেটপ্রেমীরা। তাঁরা বাসের সামনের গাড়িগুলিকে দ্রুত সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যাতে সময় মতো মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের নিয়ে বাস স্টেডিয়ামে পৌঁছে যেতে পারে। রাস্তা ফাঁকা হতেই আবার চলতে শুরু করে মুম্বইয়ের বাস। যাওয়ার আগে রোহিতেরা হাততালি দিয়ে স্থানীয় মানুষজনকে ধন্যবাদ জানাতে ভোলেননি। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

এ বারের আইপিএলের এখনও পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান। সঞ্জু স্যামসনের দল সাতটি ম্যাচ খেলে ছ’টিতে জয় পেয়েছে। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। অন্য দিকে, হার্দিকের মুম্বই সাতটি ম্যাচে তিনটি জয় পেয়েছে। ৬ পয়েন্ট নিয়ে মুম্বই রয়েছে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন