ফিরছেন হরভজন

দুরন্ত ঋষভ পন্থ। দুরন্ত সঞ্জু স্যামসন। তরুণ রক্তে ভর করে হঠাৎই প্লে-অফের স্বপ্ন দেখতে শুরু করেছে দিল্লি ডেয়ারডেভিলস। আজ, শনিবার, ফের দেখা যাবে ঋষভ-সঞ্জুদের। সামনে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০৫:১৫
Share:

দুরন্ত ঋষভ পন্থ। দুরন্ত সঞ্জু স্যামসন। তরুণ রক্তে ভর করে হঠাৎই প্লে-অফের স্বপ্ন দেখতে শুরু করেছে দিল্লি ডেয়ারডেভিলস। আজ, শনিবার, ফের দেখা যাবে ঋষভ-সঞ্জুদের। সামনে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

যদিও প্লে-অফের স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে অনেকটা রাস্তা পেরতে হবে দিল্লিকে। বাকি থাকার চারটি ম্যাচের সব ক’টিতেই সম্ভবত জিততে হবে তাদের। অন্য দিকে মুম্বই লিগ টেবলে শীর্ষে রয়েছে। তাদের হারানোটা রীতিমতো কঠিন চ্যালেঞ্জ। প্রথম লেগে মুম্বইকে ১৪২ রানে আটকে ফেলার পরেও জিততে পারেনি দিল্লি। মাত্র ২৪ রানে ছয় উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল তারা।

দিল্লির অধিনায়ক জাহির খান এখনও পুরোপুরি সুস্থ হননি। আগের দিনই ম্যাচ চলাকালীন জাহির বলছিলেন, তিনি সুস্থ হওয়ার পথে। যা ইঙ্গিত, শনিবারও দিল্লিকে নেতৃত্ব দেবেন করুণ নায়ার। অন্য দিকে, হরভজন সিংহ ফিরছেন মুম্বই দলে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন