Virat Kohli

পঞ্জাবকে হারিয়ে টানা চার জয়, এখনও প্লে-অফে উঠতে পারে বেঙ্গালুরু, কোন অঙ্কে?

আইপিএলের শেষ পর্বে হঠাৎই পর পর চারটি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। তাদের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখনও খাতায়-কলমে তারা বেঁচে আছে। কী ভাবে উঠতে পারে প্লে-অফে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৪ ১৯:০০
Share:

পঞ্জাব ম্যাচে কোহলিদের উচ্ছ্বাস। ছবি: আইপিএল

আইপিএলের শেষ পর্বে হঠাৎই ছন্দে ফিরেছে বেঙ্গালুরু। পর পর চারটি ম্যাচ জিতেছে তারা। মুম্বই এবং পঞ্জাব প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও বেঙ্গালুরুর আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখনও খাতায়-কলমে তারা বেঁচে আছে।

Advertisement

এই মুহূর্তে আরসিবি-র ১২ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে। রান রেট .২১৭। ঘরের মাঠেই তারা বাকি দু’টি ম্যাচ খেলবে। সেই দু’টি ম্যাচেই তাদের জিততে হবে। তবেই বাকি অঙ্ক কাজে আসবে। সে ক্ষেত্রে আরসিবি-র পয়েন্ট হবে ১৪।

দেখা যাক প্রতি ম্যাচে কী ফল হলে বেঙ্গালুরুর পক্ষে প্লে-অফে ওঠা সম্ভব:

Advertisement

গুজরাত বনাম চেন্নাই ম্যাচে গুজরাতকে জিততে হবে, যাতে চেন্নাই ১২ পয়েন্টে আটকে থাকে।

কলকাতা-মুম্বই ম্যাচের উপর তাকিয়ে আরসিবি-র লাভ নেই। কেকেআর প্রায় প্লে-অফে চলে গিয়েছে এবং মুম্বই ছিটকে গিয়েছে।

চেন্নাই-রাজস্থান ম্যাচে রাজস্থানকে জিততে হবে, যাতে চেন্নাই ১২ পয়েন্টে আটকে থাকে। বেঙ্গালুরু-দিল্লি ম্যাচে বেঙ্গালুরুকে জিততে হবে। তখন তাদের পয়েন্ট হবে ১২।

গুজরাত-কলকাতা ম্যাচের উপরও বেঙ্গালুরুর ভাগ্য নির্ভর করছে না। তবে দিল্লি-লখনউ ম্যাচে যে জিতবে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। এই ম্যাচের দিকে বেঙ্গালুরুর নজর থাকবে। তাদের প্রার্থনা থাকবে, এই ম্যাচে যে-ই জিতুক তারা যেন শেষ ম্যাচে হারে।

রাজস্থান-পঞ্জাব ম্যাচ নিয়ে বেঙ্গালুরুর উৎসাহ থাকার কারণ নেই। হায়দরাবাদ-গুজরাত ম্যাচে যদি গুজরাত জেতে, তা হলে হায়দরাবাদ ১৪ পয়েন্টেই আটকে থাকবে। মুম্বই-লখনউ ম্যাচে আরসিবি-র আশা থাকবে যাতে মুম্বই বড় ব্যবধানে লখনউকে হারায়। নিজেদের শেষ ম্যাচে আরসিবি-কে বড় ব্যবধানে জিততে হবে চেন্নাইয়ের বিরুদ্ধে। তা হলে পয়েন্ট এবং নেট রান রেটের বিচারে পরের পর্বে যেতে পারবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন