মুম্বইয়ের বিরাট জয়

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে মাঠে যতটা না নাটক হল, তার চেয়ে বেশি নাটক হল আরসিবি-র সাংবাদিক বৈঠকে।

Advertisement
শেষ আপডেট: ০২ মে ২০১৭ ০১:৫৭
Share:

নায়ক: মুম্বইকে জেতালেন রোহিত। ছবি: এপি।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে মাঠে যতটা না নাটক হল, তার চেয়ে বেশি নাটক হল আরসিবি-র সাংবাদিক বৈঠকে।

Advertisement

সোমবার মুম্বইয়ের কাছে হেরে এ বারের আইপিএল থেকে বিদায় হয়ে গেল বিরাট কোহালির আরসিবি-র। উল্টো দিকে দশটার মধ্যে আটটা জিতে মুম্বই চলে গেল প্লে-অফে। রান তাড়া করতে নেমে ম্যাচের সেরা রোহিত (৩৭ বলে ৫৬ অপরাজিত) ম্যাচ বার করে নিয়ে যান।

অনিকেত চৌধুরির করা আঠারো নম্বর ওভারের শেষ বলে ছয় মেরে হার্দিক পাণ্ড্য ম্যাচ মুম্বইয়ের দিকে নিয়ে আসেন। যে বলটা নিয়ে পরে সাংবাদিক বৈঠকে এসে অনিকেত বলেন, ‘‘ডিভিলিয়ার্স বলে, ও হয়তো স্লোয়ারের জন্য তৈরি আছে। ডিভিলিয়ার্সের মতো মহান ক্রিকেটার যখন একটা কথা বলে, তখন আপনাকে সেটা শুনতেই হয়।’’

Advertisement

ওই ওভারে প্রথম পাঁচটা বলই স্লোয়ার করেছিলেন অনিকেত। রানও পাঁচ উঠেছিল। কিন্তু শেষ বলটা জোরের ওপর শর্ট করেছিলেন এই বাঁ হাতি পেসার। যা হার্দিক মাঠের বাইরে পাঠিয়ে দেন। অনিকেত যা নিয়ে আরও বলেন, ‘‘ক্যাপ্টেনের ব্যাপারটা পছন্দ হয়নি। বিরাট চেয়েছিল, আমি যেন স্লো বল করি।’’

অনিকেত-কে প্রশ্ন করা হয়, টেস্ট সিরিজের আগে আপনি ভারতীয় ব্যাটসম্যানদের নেটে বল করেছিলেন। আপনার কী লাভ হল সেখান থেকে? অনিকেত বলেন, ‘‘লাভ হয়েছে দু’কোটি টাকা (নিলাম থেকে)।’’

স্কোরকার্ড

আরসিবি ১৬২-৮ (২০)

মুম্বই ইন্ডিয়ান্স ১৬৫-৫ (১৯.৫)

রয়‌্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

কোহালি ক রোহিত বো ম্যাকক্লেনাঘান ২০

মনদীপ সিংহ ক হার্দিক বো কর্ণ ১৭

ট্রাভিস হেড ক হার্দিক বো ক্রুণাল ১২

ডি’ভিলিয়ার্স ক বুমরা বো ক্রুণাল ৪৩

কেদার ক পোলার্ড বো ম্যাকক্লেনাঘান ২৮

শেন ওয়াটসন বো বুমরা ৩

পবন ক পোলার্ড বো ম্যাকক্লেনাঘান ৩৫

অ্যাডাম মিলনে ন. আ. ০

শ্রীনাথ অরবিন্দ রান আউট ০

অতিরিক্ত

মোট ১৬২-৮

পতন: ৩১-১ (মনদীপ, ৩.৪), ৪০-২ (কোহালি, ৫.১), ৮৫-৩ (ট্রাভিস, ১০.৩), ১০২-৪ (ডি’ভিলিয়ার্স, ১২.২),
১০৮-৫ (ওয়াটসন, ১৩.৪), ১৬২-৬ (পবন, ১৯.৪), ১৬২-৭ (কেদার, ১৯.৫), ১৬২-৮ (অরবিন্দ, ১৯.৬)।

বোলিং: মিচেল ম্যাকক্লেনাঘান ৪-০-৩৪-৩, লাসিথ মালিঙ্গা ৪-০-৩১-০,
হার্দিক পাণ্ড্য ১-০-৫-০, কর্ণ শর্মা ৩-০-২৩-১, জসপ্রীত বুমরা ৪-০-৩৩-১, ক্রুণাল পাণ্ড্য ৪-০-৩৪-২।

মুম্বই ইন্ডিয়ান্স

পার্থিব পটেল ক চহাল বো অনিকেত ০

জস বাটলার ক ট্রাভিস বো পবন ৩৩

নীতীশ রানা ক ট্রাভিস বো পবন ২৭

রোহিত শর্মা ন. আ. ৫৬

কায়রন পোলার্ড ক ট্রাভিস বো চহাল ১৭

ক্রুণাল পাণ্ড্য (অবসৃত) ২

কর্ণ শর্মা ক মিলনে বো ওয়াটসন ৯

হার্দিক পাণ্ড্য ন. আ. ১৪ অতিরিক্ত ৭

মোট ১৬৫-৫

পতন: ০-১ (পার্থিব, ০.১), ৬১-২ (বাটলার, ৭.৩), ৭০-৩ (নীতীশ, ৯.২), ৯৮-৪ (পোলার্ড, ১২.৬),
১০১-৪ (ক্রুণাল, অবসৃত, ১৩.৩), ১৩০-৫ (কর্ণ, ১৬.৩)।

বোলিং: অনিকেত চৌধুরি ৪-০-৩২-১, যুজবেন্দ্র চহাল ৪-০-৩৬-১, অ্যাডাম মিলনে ২-০-২৯-০,
শ্রীনাথ অরবিন্দ ২-০-২১-০, শেন ওয়াটসন ৩.৫-০-২৮-১, পবন নেগি ৪-০-১৭-২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন