Rohit Sharma

Rohit: প্রথম বার ছন্দ হারালাম না, আইপিএল অভিযান শেষে কেন এমন বললেন রোহিত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রোহিতকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। আইপিএলে নিজের ও দলের পারফরম্যান্সে অখুশি রোহিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৮:৪৬
Share:

রোহিত শর্মা। ছবি: আইপিএল

আইপিএল একদমই ভাল যায়নি রোহিত শর্মার। তাঁর নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স শেষ করেছে পয়েন্ট তালিকার শেষে। নিজেও চেনা ছন্দের ধারে কাছে ছিলেন না। সব মিলিয়ে বেশ হতাশ ভারতীয় দলের অধিনায়ক।

Advertisement

আইপিএলে ১৪টি ম্যাচ খেলে একটাও অর্ধশতরান করতে পারেননি রোহিত। মোট ২৬৮ রান করেছেন তিনি। গড় ১৯.১৪। সর্বোচ্চ ৪৮। স্ট্রাইক রেট ১২০.১৭। তাঁর মুম্বইও প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়। প্রথম আটটি ম্যাচেই হেরে লজ্জার রেকর্ডও করেছে আইপিএলের সফলতম দল।

আইপিএল নিয়ে নিজের হতাশা গোপন করেননি রোহিত। সেরা ছন্দে ফিরতে মানসিক শক্তি ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিতে চাইছেন রোহিত। ছন্দ হারানোকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছেন না। তিনি বলেছেন, ‘‘অনেক কিছু যেগুলো আমি করতে চেয়েছিলাম, সেগুলোর কিছুই হয়নি। এরকম অবশ্য আমার সঙ্গে আগেও হয়েছে। আমার সঙ্গে প্রথম বার ঘটল, তেমন কিছু নয়। এখন আমাকে মানসিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। যাতে আবার আগের জায়গায় ফিরতে পারি এবং দেশের হয়ে সেরা পারফরম্যান্স করতে পারি।’’

Advertisement

আইপিএল নিয়ে রোহিত বলেছেন, ‘‘এই মরসুমটা খুবই হতাশার গেল আমাদের জন্য। প্রতিযোগিতার শুরু থেকেই আমরা প্রায় কোনও পরিকল্পনাই বাস্তবায়িত করতে পারিনি। আইপিএলের মতো প্রতিযোগিতায় ছন্দটা খুব গুরুত্বপূর্ণ হয়।’’

শনিবার শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দল জেতায় খুশি রোহিত। তাঁর মতে এই ছন্দটা প্রতিযোগিতার শুরুতেই পেয়ে গেলে মুম্বইয়ের ফল অন্যরকম হতে পারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন