Sports News

আবার চোট, আজ খেলতে পারছেন না ডে ভিলিয়ার্স

আবার চোট। আবার দলের বাইরে এবি ডে ভিলিয়ার্স। পিঠে চোট নিয়ে শুরু থেকে আইপিএল-এ খেলতে পারেননি। দু’ম্যাচ পরে ফিরে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ১৮:৩৮
Share:

এবি ডে ভিলিয়ার্স। ছবি: পিটিআই।

আবার চোট। আবার দলের বাইরে এবি ডে ভিলিয়ার্স। পিঠে চোট নিয়ে শুরু থেকে আইপিএল-এ খেলতে পারেননি। দু’ম্যাচ পরে ফিরে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছিলেন। কিন্তু চোট যাতে না বেড়ে যায় সে কারণে উইকেট কিপিং করবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন। সেই মতো উইকেট কিপিং করতেও হয়নি তাঁকে। কিন্তু পিছু ছাড়েনি চোট। মঙ্গলবার গুজরাতের মাঠে খেলতে নামছে বেঙ্গালুরু। কিন্তু খেলতে পারছেন না এবি। এমনিতেই দলের অবস্থা খুব ভাল নয়। রয়েছে লিগ তালিকার সবার নিচে। পাঁচ ম্যাচে জয় এসেছে মাত্র একটি ম্যাচেই। হারতে হয়েছে চারটিতে। এই অবস্থায় এবি ডে ভিলিয়ার্সের আবার ছিটকে যাওয়াটা বড় ধাক্কা বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের জন্য।

Advertisement

আরও খবর: দাদার হাসি রসগোল্লার মতো মিষ্টি, বললেন সহবাগ

ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে টুইটারে তাঁর না খেলতে পারার বার্তা দিয়ে দিলেন এবি। তিনি একটি ভিডিও পোস্টে বলেছেন, ব্যাথার ইনজেকশন নিয়েছেন সোমবার। যেটা কাজ করতে ৪৮ ঘণ্টা সময় লাগবে। তাঁর অবর্তমানে দলে কে আসবেন এখন সেটাই বড় প্রশ্ন। আগের ম্যাচে ক্রিস গেইলকে বাদ দেওয়া নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। গেইলকে না রাখা নিয়ে কারণও ব্যাখ্যা করেছিলেন বেঙ্গালুরু ড্যানিয়েল ভেত্তোরি। তাই গেইলের ফেরাটা সম্ভাব্যই। এ ছাড়া দলে আসতে পারেন ত্রাভিস হেড। যে তিনটি ম্যাচ তিনি খেলেছিলেন তাথে ডে ভিলিয়ার্সের রান ৮৯, ১৯, ২৯।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement