Eden Gardens

IPL 2022: বৃষ্টির শঙ্কা, ইডেনে বিশেষ আচ্ছাদন

এ বারের দুর্গাপুজোয় বুর্জ খলিফা যারা তৈরি করেছিল, তারাই ইডেনের আলোকসজ্জার দায়িত্ব নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২২ ০৭:১৫
Share:

ফাইল চিত্র।

প্লে-অফের সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। শনিবার থেকেই শহরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা যদিও কেটে গিয়েছে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রায় আড়াই বছর পরে আইপিএল ফিরছে ইডেনে। বৃষ্টি যাতে একেবারেই সেই উৎসব ভেস্তে দিতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নিল সিএবি। মাঠের জন্য বিশেষ একটি আচ্ছাদন আনা হয়েছে যা পিচ থেকে বাউন্ডারি লাইন পর্যন্ত ঢেকে দিতে পারবে। পুরো মাঠ থাকবে আচ্ছাদনের নীচে। বৃষ্টি থালেই যাতে কয়েক মিনিটের মধ্যে ম্যাচ শুরু করে দেওয়া যায়।

Advertisement

ইডেনে যদিও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। তবে আলোকসজ্জার প্রদর্শনী থাকছে। এ বারের দুর্গাপুজোয় বুর্জ খলিফা যারা তৈরি করেছিল, তারাই ইডেনের আলোকসজ্জার দায়িত্ব নিয়েছে। পিচ তৈরি করা হয়েছে ব্যাটারদের কথা ভেবেই। যেখানে টস কোনও পার্থক্য গড়বে না। শিশিরের সম্ভাবনাও নেই। টস জিতে ব্যাট করলেও সমস্যায় পড়বে না কোনও দল। স্পিনাররাও কিছুটা সাহায্য পেতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন