IPL

KKR: প্লে-অফে যেতে হলে কী করতে হবে কলকাতাকে? মুম্বইকে হারিয়ে কত নম্বরে উঠে এল কেকেআর

মোট ১২ ম্যাচ খেলে কলকাতার পয়েন্ট হল ১০। তাদের নেট রানরেট -০.০৫৭। এই মুহূর্তে মোট চারটি দল ১০ পয়েন্টে রয়েছে। কলকাতা ছাড়াও দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ ১০ পয়েন্টে রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:৩৭
Share:

কলকাতা কি পারবে প্লে-অফে যেতে? ফাইল চিত্র

মুম্বই ইন্ডিয়ান্সকে সোমবার ৫২ রানে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় সাত নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে যাওয়ার দৌড়েও টিকে থাকল তারা। বাকি দু’টি ম্যাচও জিততে হবে কলকাতাকে। তাতেও সরাসরি প্লে-অফে যাওয়া হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের উপর।

মোট ১২ ম্যাচ খেলে কলকাতার পয়েন্ট হল ১০। তাদের নেট রানরেট -০.০৫৭। এই মুহূর্তে মোট চারটি দল ১০ পয়েন্টে রয়েছে। কলকাতা ছাড়াও দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ ১০ পয়েন্টে রয়েছে। দিল্লি, পঞ্জাব, হায়দরাবাদ তিনটি দলই ১১টি করে ম্যাচ খেলেছে।

Advertisement

নেট রান রেটে কলকাতা সাত নম্বরে রয়েছে। কলকাতার নেট রানরেট -০.০৫৭। দিল্লির ০.১৫০, তারা পাঁচে। হায়দরাবাদের -০.০৩১, তারা ছয় নম্বরে। পঞ্জাবের -০.২৩১, তারা আটে।

শীর্ষে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। তাদের ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। গুজরাত টাইটান্সেরও ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। নেট রানরেটে লখনউ এগিয়ে। তাদের নেট রানরেট ০.৭০৩। গুজরাতের ০.১২০। তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের ১১ ম্যাচে ১৪ পয়েন্ট। সমসংখ্যক পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও। নেট রানরেটে রাজস্থান (০.৩২৬) এগিয়ে রয়েছে বেঙ্গালুরুর (০.১১৫) থেকে।

Advertisement

শেষ দু’টি স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের ১১ ম্যাচে ৮ পয়েন্ট। কঠিন হলেও অঙ্কের বিচারে তারাও প্লে-অফে যেতে পারে। মুম্বই আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। তাদের ১১ ম্যাচে ৪ পয়েন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement