IPL 2022

IPL 2022: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা-লখনউ ম্যাচের সেরা ডি’কক

কলকাতার বিরুদ্ধে প্রতিযোগিতার অন্যতম সেরা ইনিংস খেললেন ডি’কক। নিজের দ্বিতীয় শতরানও করলেন প্রোটিয়া ক্রিকেটার। উইকেটের পিছনেও ছিলেন দুরন্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২৩:২১
Share:

কুইন্টন ডি’কক। ছবি: আইপিএল

ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা নাইট রাইডার্স-লখনউ সুপার জায়ান্টস ম্যাচের সেরা ক্রিকেটার হলেন কুইন্টন ডি’কক। প্রথমে ব্যাট হাতে দুরন্ত শতরান করার পর উইকেটরক্ষকের দায়িত্বও সামলালেন দক্ষতার সঙ্গে।

কলকাতার বিরুদ্ধে এ বারের আইপিএলের অন্যতম সেরা ইনিংস খেললেন ডি’কক। ৭০ বলে তাঁর অপরাজিত ১৪০ রানের ইনিংসটি সাজানো ১০টি চার এবং ১০টি ছয় দিয়ে। এই পরিসংখ্যানই যথেষ্ট ব্যাট হাতে তাঁর দাপট বোঝাতে। ৫৯ রানে প্রতিযোগিতার দ্বিতীয় শতরান পূর্ণ করার পর আরও আক্রমণাত্মক মেজাজে দেখা গেল প্রোটিয়া ক্রিকেটারকে। ওপেন করতে নেমে অপরাজিতই শুধু থাকলেন না অধিনায়ক লোকেশ রাহুলকে নিয়ে দলকেও দ্বিশতরান পার করিয়ে দিলেন। সুনীল নারাইন ছাড়া তাঁর সামনে কলকাতার কোনও বোলারই বিশেষ সুবিধা করতে পারলেন না। উইকেটরক্ষক-ব্যাটারের মেজাজ দেখে তাঁকেই বেশি ব্যাট করার সুযোগ দিলেন রাহুলও।

Advertisement

পরে উইকেট রক্ষা করতে নেমেও নজর কাড়লেন ডি’কক। মহসিন খানের বলে বেঙ্কটেশ আয়ারের ক্যাচ ধরলেন অনবদ্য দক্ষতায়। মহসিনের বল কেকেআর ব্যাটারের ভিতরের দিকের কানায় লেগে উইকেটের পিছন দিকে চলে যায়। ডান দিকে অনেকটা লাফ দিয়ে বল তালুবন্দি করলেন ডি’কক।

কলকাতা এবং লখনউ উভয় দলই গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল বুধবার। দু’দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল ভিন্ন কারণে। এমন একটি ম্যাচে উইকেটের সামনে এবং পিছনে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা-লখনউ ম্যাচের সেরা ক্রিকেটার হলেন ডি’কক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন