Arshdeep Singh

IPL 2022: নিজেকে নয়, সতীর্থকেই দলের ‘আসল’ নেতা বেছে নিলেন পঞ্জাবের অধিনায়ক ময়ঙ্ক

শনিবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছে পঞ্জাব কিংস। প্লে-অফে ওঠার সম্ভাবনাও অনেকটাই কমেছে। তবু দলের ক্রিকেটারদের প্রতি খুশি অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৯:১২
Share:

কার কথা বললেন ময়ঙ্ক ফাইল ছবি

শনিবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছে পঞ্জাব কিংস। প্লে-অফে ওঠার সম্ভাবনাও অনেকটাই কমেছে। তবু দলের ক্রিকেটারদের প্রতি খুশি অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল। বিশেষত দলের তরুণ জোরে বোলার নজর কেড়েছেন ময়ঙ্কের। হারের পরেও তাঁর প্রশংসা করেছেন ময়ঙ্ক। জানিয়েছেন, তিনি অধিনায়ক হলেও দলের নেতা তাঁর সেই সতীর্থই।

সেই জোরে বোলার হলেন অর্শদীপ সিংহ। বাঁ হাতি বোলার প্রতি ম্যাচেই দলকে ভরসা দিচ্ছেন। শনিবার দল হারলেও দু’টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন অর্শদীপ। তাঁকে নিয়ে ময়ঙ্ক বলেছেন, “অর্শদীপ সত্যি অসাধারণ বোলিং করছে। যখনই দলের দরকার তখনই এগিয়ে আসছে। দলের একজন নেতা হয়ে উঠেছে ও। আমাদের দলে ওর মতোই ক্রিকেটার আরও বেশি করে দরকার।”

Advertisement

স্কোরবোর্ডে বড় রান (১৮৯-৫) তুলেও কেন রাজস্থানের কাছে হারতে হল? পঞ্জাব-নেতার উত্তর, “মাঝের দিকে ওভারগুলোতে আমরা ওদের উপর চাপ তৈরি করতে পারিনি। উল্টে ওরাই আমাদের উপরে চড়াও হয়। একের পর এক বাউন্ডারি মারতে থাকে। লক্ষ্যমাত্রা যত এগিয়ে আসতে থাকে তত ওরা ছন্দ পেতে থাকে। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে না থাকার কারণেই হেরে যাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন