KKR

একের পর এক ম্যাচে হার, দিল্লির বিরুদ্ধে কোন পথে হারল কলকাতা

প্রথম সাক্ষাতে কলকাতাকে হারিয়ে ছিল দিল্লি। দ্বিতীয় সাক্ষাতে কলকাতা কি পারবে বদলা নিতে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৯:০১
Share:

ছবি: আইপিএল

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২৩:২১

৪ উইকেটে হার কলকাতার

টানা পাঁচটি ম্যাচ হেরে গেল কলকাতা।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২২:৪০

পর পর তিন ওভারে তিন উইকেট

দ্বিতীয় স্পেলে বল করতে এসে উমেশ প্রথমে ফিরিয়ে দেন ওয়ার্নারকে। পরের ওভারে সুনীল নারাইন ফেরালেন ললিত যাদবকে। পরের ওভারে বল করতে এসে উমেশ ফিরিয়ে দিলেন ঋষভ পন্থকে। দিল্লিকে বড় ধাক্কা দিলেন কলকাতার দুই অভিজ্ঞ বোলার। ১২ ওভারে ৮৭ রান দিল্লির।

Advertisement
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২২:২৭ key status

আউট ওয়ার্নার

উমেশের বলে আউট দিল্লির ওপেনার। ৪২ রান করে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২২:১৬

৮ ওভারে দিল্লির স্কোর ৬৬/২

ক্রিজে ওয়ার্নার এবং ললিত। দুই উইকেট শুরুতে হারিয়েও লড়ছে দিল্লি। জয়ের জন্য আর ৮১ রান প্রয়োজন। হাতে রয়েছে ৭২টি বল।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২১:৪৪

দিল্লির দ্বিতীয় উইকেটের পতন

মার্শকে আউট করলেন হর্ষিত। বেঙ্কটেশ ক্যাচ নিলেন। মার্শ করলেন ১৩

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২১:৩৫ key status

দিল্লির প্রথম উইকেট

পৃথ্বীকে প্রথম বলেই আউট করলেন উমেশ

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২১:২৬ key status

কলকাতা তুলল ১৪৬ রান

দিল্লির সামনে ১৪৭ রানের লক্ষ্য রাখল কলকাতা। দিল্লিকে চাপে ফেলতে পারবেন কলকাতার বোলাররা?

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২১:১৩

আউট রিঙ্কু

মুস্তাফিজুরের বলে আউট রিঙ্কু। ২৩ রান করে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২১:০৪

মুস্তাফিজুরের ওভারে উঠল ১০ রান

১৮ ওভার শেষে কলকাতার রান ১২৮। ক্রিজে নীতীশ এবং রিঙ্কু।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২১:০০

১৭ ওভারে ১১৮ রান তুলল কলকাতা

৬ উইকেট হারিয়ে লড়ছে কলকাতা। ১৭ ওভারে তারা তুলল ১১৮ রান। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২০:৪৭ key status

এক ওভারে আউট শ্রেয়স, রাসেল

কুলদীপ এক ওভারেই তুলে নিলেন শ্রেয়স এবং রাসেলের উইকেট। শ্রেয়সের ক্যাচ নিলেন পন্থ। কুলদীপের বলে নিচু হয়ে যাওয়া বল দারুণ ভাবে তালুবন্দি করলেন তিনি। কুলদীপের বল বুঝতে না পেরে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্প হলেন রাসেল।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২০:৩৫

১৩ ওভারে ৮৩ রান কলকাতার

একের পর এক বাউন্ডারিতে দিল্লির বোলারদের পাল্টা আক্রমণ শুরু করলেন শ্রেয়স এবং নীতীশ। তাঁদের ব্যাটের ভরসাতেই ঘুরে দাঁড়াতে চাইছে কলকাতা।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২০:২৮

১১ ওভারে উঠল মাত্র ৬১ রান

ক্রিজে রয়েছেন শ্রেয়স আয়ার এবং নীতীশ রানা। তাঁদের উপরেই ভরসা রাখছেন কলকাতার ভক্তরা। চার উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে কেকেআর।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২০:০৯

ফিরলেন নারাইনও

পর পর দুই বলে উইকেট নিলেন কুলদীপ। চার উইকেট হারিয়ে বিপাকে কলকাতা।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২০:০৯

আউট ইন্দ্রজিৎ

কুলদীপের বলে ক্যাচ তুলে দিলেন ইন্দ্রজিৎ। 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২০:০৫

সাত ওভার শেষ

কেকেআর ২ উইকেটে ৩৪

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৯:৫৪ key status

দ্বিতীয় উইকেটের পতন

৬ রান করে আউট বেঙ্কটেশ আয়ার

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৯:৫০ key status

চার ওভার শেষ

কেকেআর ১ উইকেটে ২১

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৯:৩৯

প্রথম উইকেট হারাল কলকাতা

৪ রানে ১ উইকেট কেকেআর-এর

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৯:৩৮ key status

আউট ফিঞ্চ

সাকারিয়ার বলে ৩ রান করে বোল্ড ফিঞ্চ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement