IPL 2023

হার দিয়ে আইপিএল অভিযান শুরু কলকাতার, ৭ রানে জয় পঞ্জাবের

নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং অধিনায়ক নীতীশ রানার পরীক্ষা মোহালিতে। প্রথম বার খেলতে নামছে কেকেআর। পঞ্জাবের বিরুদ্ধে সেই ম্যাচে জয় দিয়েই শুরু করতে চাইবে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৫:০১
Share:

কলকাতার হয়ে কিছুটা পাল্টা লড়াই করলেন রাসেল। ছবি: আইপিএল।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৯:১৮ key status

মোহালিতে নামল বৃষ্টি

বৃষ্টির জন্য বন্ধ পঞ্জাব-কলকাতা ম্যাচ। আর খেলা না হলে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হেরে যাবে কলকাতা।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৯:১৪ key status

আউট বেঙ্কটেশ

বেঙ্কটেশকে (৩৪) আউট করলেন আরশদীপ। ৩ উইকেট নিলেন বাঁহাতি জোরে বোলার। কলকাতা ১৩৮/৭।

Advertisement
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৯:০৯ key status

আউট রাসেল

রাসেলকে (৩৫) আউট করলেন কারেন। কলকাতা ১৩০/৬।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৯:০০ key status

১৪ ওভারে কলকাতা ১১৮/৫

উইকেটে রয়েছেন বেঙ্কটেশ (৩২) এবং রাসেল (২৪)। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:৫৯ key status

প্রীতির মুখে হাসি

ভাল জায়গায় দল। খুশি পঞ্জাবের অন্যতম কর্ণধার প্রীতি। ছবি: আইপিএল।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:৪৮

এ বারে আইপিএলে আবার দেখা যাচ্ছে চিয়ারলিডারদের

পর পর উইকেট হারাচ্ছে কলকাতা। উচ্ছ্বাসহীন চিয়ারলিডাররা। ছবি: আইপিএল।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:৪৪ key status

আউট রিঙ্কু

রিঙ্কুকে (৪) আউট করলেন চাহার। কলকাতা ১০.১ ওভারে ৫ উইকেটে ৮০ রান।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:৪০ key status

আউট নীতীশ

নীতীশকে (২৪) আউট করলেন সিকান্দার। কলকাতা ৯.২ ওভারে ৪ উইকেটে ৭৫ রান।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:৩৭ key status

কলকাতার পারফরম্যান্সে হতাশ ক্রিকেটারদের স্ত্রীরা

মাঠে কোণঠাসা কলকাতা, গ্যালারিতে হতাশ ক্রিকেটারদের স্ত্রীরাও। ছবি: আইপিএল।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:২৯ key status

৭ ওভারে কলকাতা ৫০/৩

ব্যাট করছেন বেঙ্গটেশ (১২) এবং নীতীশ (৮)।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:১৬ key status

আউট গুরবাজ়

গুরবাজ়কে (২২) আউট করলেন এলিস। ৪.২ ওভারে কলকাতা ২৯/৩।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:০৮ key status

৩ ওভারে কলকাতা ২৪/২

ব্যাট করছেন গুরবাজ় (১৭) এবং বেঙ্কটেশ (১)। 

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:০২ key status

আউট অনুকূল

অনুকূলকে (৪) আউট করলেন আরশদীপ। কলকাতা ১৭/২।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:৫৭ key status

আউট মনদীপ

মনদীপকে (২) আউট করলেন আরশদীপ। কলকাতা ১৩/১।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:৫৫ key status

১ ওভারে কলকাতা ১৩/০

ব্যাট করছেন মনদীপ (২) এবং গুরবাজ় (১১)।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:৫৫ key status

শুরু হল কলকাতার ইনিংস

২১ মিনিট দেরিতে শুরু হল কেকেআরের ইনিংস।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:৩৭ key status

ব্যাট করতে নেমেও উঠে যেতে হল কেকেআরকে

স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বালাতে দেরি হওয়ায় শুরু করা গেল না কলকাতার ইনিংস।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:২২ key status

কলকাতার সামনে ১৯২ রানের লক্ষ্য

পঞ্জাব প্রথমে ব্যাট করে ১৯১ রান করে। দু’টি উইকেট নেন সাউদি। একটি করে উইকেট নেন উমেশ, নারাইন এবং বরুণ। যে ভাবে শুরু থেকে রান তুলছিল পঞ্জাব তাতে ২০০ পার হয়ে যাবে মনে করা হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৬:৪৫ key status

আউট ধাওয়ান

বরুণ চক্রবর্তীর বলে বোল্ড শিখর ধাওয়ান। ৪০ রান করে আউট পঞ্জাবের অধিনায়ক।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৬:৪৪ key status

১৪ ওভারে ১৪২ রান

উইকেট হারালেও রানের দাপট কমছে না। পঞ্জাবের যে ব্যাটারই নামছেন তিনিই মারমুখী হয়ে রয়েছেন। একের পর এক ব্যাটার আসছেন এবং বোলারদের মাঠের বাইরে পাঠাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement