Sports News

করুণের অধিনায়কত্বে জয়ে ফিরল দিল্লি

পাঁচ ম্যাচ টানা হারের পর জয়ের সরণীতে দিল্লি। ঘরের মাঠে হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে মূল্যবান ২ পয়েন্ট সংগ্রহ করল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। লিগ তালিকায় এখন ছয় পয়েন্ট নিয়ে ছয় নম্বরে দিল্লি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০১৭ ২৩:০৩
Share:

আউট হয়ে ফিরছেন দিল্লির ওপেনার সঞ্জু স্যামসন। ছবি: পিটিআই।

হায়দরাবাদ ১৮৫/৩ (২০ ওভার)

Advertisement

দিল্লি ১৮৯/৪ (১৯.১ ওভার)

পাঁচ ম্যাচ টানা হারের পর জয়ের সরণীতে দিল্লি। ঘরের মাঠে হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে মূল্যবান ২ পয়েন্ট সংগ্রহ করল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। লিগ তালিকায় এখন ছয় পয়েন্ট নিয়ে ছয় নম্বরে দিল্লি।

Advertisement

এদিনও সানরাইজার্স হায়দরাবাদ দিল্লির বিরুদ্ধে শুরুটা জমিয়েই করল। ঘরের মাঠে টস জিতেছিল দিল্লিই। অধিনায়ক জাহির খানকে ছাড়াই নামতে হয়েছিল হোম টিমকে। তাঁর জায়গায় এদিন দলের অধিনায়কত্ব করেন করুণ নায়ার। টস জিতে হায়দরাবাদকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি। প্রথমে ব্যাট করে দিল্লির সামনে ১৮৬ রানের লক্ষ্যমাত্রা রাখেন ওয়ার্নাররা।

আরও খবর: আইপিএল-এ আর ফিরছেন না জেসন রয়

দিল্লির হয়ে জোড়া উইকেট নেন মহম্মদ শামি। একটি উইকেট অমিত মিশ্রার। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অতটা পোক্ত হয়নি দিল্লিরও। দুই ওপেনার সঞ্জু স্যামসন ১৯ বলে ২৪ ও করুণ নায়ার ২০ বলে ৩৯ রান করে আউট হয়ে ফেরেন। এরপর ঋশভ পন্থের ব্যাট থেকে আসে ২০ বলে ৩৪ রানের ইনিংস। এরপর শ্রেয়স আইয়ার(৩৩), অ্যান্ডারসন(৪১*) এবং মরিস(১৫*) দিল্লিকে জয় এনে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন