Sports News

বাউন্ডারি হাঁকিয়ে শেষ বলে পুণেকে জেতালেন ধোনি

এক বলে দরকার ছিল দু’রান। ব্যাট হাতে তখন ক্রিজে প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি। বল হাতে সিদ্ধার্থ কল। না দু’রানের কথা ভাবেননি ক্যাপ্টেন কুল। বরং সিদ্ধার্থের বল সোজা পাঠালেন বাউন্ডারির বাইরে। ৬১ রানে অপরাজিত তো থাকলেনই। সঙ্গে এল জয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১৯:৪৩
Share:

হায়দরাবাদকে হারিয়ে দিল পুণে। ছবি: পিটিআই।

হায়দরাবাদ ১৭৬/৩ (২০ ওভার)

Advertisement

পুণে ১৭৯/৪ (২০ ওভার)

এক বলে দরকার ছিল দু’রান। ব্যাট হাতে তখন ক্রিজে প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি। বল হাতে সিদ্ধার্থ কল। না দু’রানের কথা ভাবেননি ক্যাপ্টেন কুল। বরং সিদ্ধার্থের বল সোজা পাঠালেন বাউন্ডারির বাইরে। ৬১ রানে অপরাজিত তো থাকলেনই। সঙ্গে এল জয়।

Advertisement

টস জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠিয়েছিল পুণে সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৭৬ রানই তুলতে পারে গতবারের চ্যাম্পিয়নরা। ওপেন করতে এসে ডেবিড ওয়ার্নার ৪০ বলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সৌজন্যে ৪৩ রান করে ফেরেন প্যাভেলিয়নে। আর এক ওপেনার শিখর ধবনের রান ২৯ বলে ৩০। গত ম্যাচে দীর্ঘদিন দিন তাঁর ব্যাট থেকে রান এসেছে। এদিন এলেও টি২০র মতো দ্রুত রান তুলতে ব্যর্থ তিনি। দুই ওপেনার প্যাভেলিয়নে ফিরে যাওয়ার পর হায়দরাবাদ ইনিংসের হাল ধরেন কেন উইলিয়ামসন ও মোয়েসেস এনরিকস। ২১ রানে আউট হন উইলিয়ামসন। ১৪ বল খেলে এই রান করেন তিনি।

আরও থবর: কঠিন হয়ে গেল মোহনবাগানের আই লিগ জয়ের রাস্তা

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি রাইজিং পুণে সুপার জায়ান্টসের। সাত বল খেলে মাত্র দু’রান করেই আউট হয়ে যান ওপেনার অজিঙ্ক রাহানে। সেখান থেকেই পুণে ব্যাটিংয়ের হাল ধরে আর এক ওপেনার রাহুল ত্রিপাঠী। ৪১ বলে ৫৯ রান করেন তিনি। ছ’টি ছক্কা ও তিনটি বাউন্ডারি সমৃদ্ধ ত্রিপাঠীর এই ইনিংসের সুবাদেই ভীতটা তৈরি করে নিয়েছিল পুণে। শেষ কাজটি করে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কখনও স্মিথ, কখনও স্টোকস তো কখনও মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়েই জয়ের রান তুলে নিলেন ধোনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন