Sports News

আইপিএল প্লে-অফে মহারাষ্ট্র ডার্বি

প্লে-অফের প্রথম ম্যাচের আগে চড়চড় করে বাড়ছে উত্তেজনার পারদ। মান্ডবীর তীরে মহারাষ্ট্র ডার্বি ঘিরে সেজে উঠছে ওয়াংখেড়ে। পুণে-মুম্বই যুযুধান দুই প্রতিপক্ষের ম্যাচের আগে বাণিজ্য নগরী হয়ে উঠেছে ক্রিকেটের নন্দনকানন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০১৭ ২৩:১৩
Share:

মুম্বই ইন্ডিয়ান্স। ছবি: পিটিআই।

প্লে-অফের প্রথম ম্যাচের আগে চড়চড় করে বাড়ছে উত্তেজনার পারদ। মান্ডবীর তীরে মহারাষ্ট্র ডার্বি ঘিরে সেজে উঠছে ওয়াংখেড়ে। পুণে-মুম্বই যুযুধান দুই প্রতিপক্ষের ম্যাচের আগে বাণিজ্য নগরী হয়ে উঠেছে ক্রিকেটের নন্দনকানন। রাত পোহালেই মুখোমুখি স্টিভ স্মিথ-রোহিত শর্মা। তার আগে দেখে নেওয়া যাক দুই শিবিরের কী অবস্থা।

Advertisement

গ্রুপ লিগের দুটি খেলাতেই রোহিতের মুম্বইকে পরাজিত করেছে স্মিথের নেতৃত্বাধীন রাইজিং পুণে সুপারজায়েন্ট। পরিসংখ্যানের বিচারে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে পুণে। কিন্তু পরিসংখ্যানকে মাথায় রেখে এগোতে নারাজ পুণে টিম ম্যানেজমেন্ট। টিম সূত্রে খবর গত দুই ম্যাচের ফলাফলকে মাথায় রেখে মাঠ নামবে না দল। কোয়ালিফায়ারকে গ্রুপ লিগের ম্যাচের সঙ্গে মেলানোর ভুল করবেন না তাঁরা। আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টি ধরা পড়ল না এ দিন মনোজ তিওয়ারি-অজিঙ্ক রাহানেদের গলায়। প্রসঙ্গত, দিল্লির বিরুদ্ধে হার ছাড়া বিগত ৫টি ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। এই পরিস্থিতিতে মুম্বইকে যে মরণ কামর দেবে পুণে সে বিষয় নিশ্চিত থাকা যায়।

আরও খবর: পরের মরসুমের দল নিয়ে ভাবনা-চিন্তা শুরু বেঙ্গালুরুতে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement