Australia Cricket Team

টি২০ বিশ্বকাপের আগে ঝুঁকি অস্ট্রেলিয়ার! চোট পাওয়া তিন ক্রিকেটারকে রেখে দলঘোষণার পরিকল্পনা

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে প্রতিযোগিতা। তার আগে দল ঘোষণা করতে হবে প্রতিটি দেশকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১২
Share:

অস্ট্রেলিয়ার কয়েক জন ক্রিকেটার। ছবি: এক্স।

তিন ক্রিকেটারের খেলা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে প্রতিযোগিতা। তার আগে দল ঘোষণা করতে হবে প্রতিটি দেশকে। সেই কারণেই ঝুঁকি নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। চোট পাওয়া তিন ক্রিকেটারকে রেখে দলঘোষণার কথা ভাবছে তারা।

Advertisement

অস্ট্রেলিয়ার টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক প্যাট কমিন্স, পেসার জশ হেজ়লউড ও ব্যাটার টিম ডেভিড চোটে রয়েছেন। হেজ়লউডের দীর্ঘ দিনের চোট। ফলে অ্যাশেজ় সিরিজ়ে একটি টেস্টও খেলতে পারেননি তিনি। কবে হেজ়লউড সুস্থ হবে তার নিশ্চয়তা নেই।

অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে চোট পেয়েছিলেন কামিন্স। ফলে অ্যাশেজ়ের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি তিনি। তৃতীয় টেস্টে ফিরেছিলেন। কিন্তু পরের দুই টেস্টে আবার বাদ পড়েছেন। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা।

Advertisement

ডেভিড আবার বিগ ব্যাশ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে গ্রেড ২ চোট পেয়েছেন। ফলে তিনিও আপাতত ক্রিকেটের বাইরে। গত বছর থেকে ভাল ফর্মে ছিলেন ডেভিড। বেশ কিছু ম্যাচে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন তিনি। সেই নির্ভরযোগ্য ফিনিশারও এখন মাঠের বাইরে।

আইসিসি-র নিয়ম, যে কোনও বড় প্রতিযোগিতার আগে প্রাথমিক দল ঘোষণা করে দিতে হয়। যদি সেই দলের কাউকে চোটের কারণে না পাওয়া যায়, তা হলে পরে তাতে বদল করা যেতে পারে। সেই পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। তারা আশাবাদী, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তিন ক্রিকেটার সুস্থ হয়ে উঠবেন। তেমনটা না হলে তখন দলে বদল করা যেতে পারে।

৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হলেও অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে তারা। ১৩ ফেব্রুয়ারি জ়িম্বাবোয়ে, ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ২০ ফেব্রুয়ারি ওমানের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। তবে তার আগে তিন ক্রিকেটারকে নিয়ে চিন্তায় তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement