KKR

নারাইন না রাসেল, কোহলিদের হারানোর নায়ক হিসাবে কাকে বাছলেন শ্রেয়স?

শুক্রবার বেঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে কেকেআর। সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন। ম্যাচের পর দুই ক্রিকেটারের মধ্যে কাকে বাছলেন শ্রেয়স আয়ার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ২০:৩৭
Share:

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

শুক্রবার বেঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে কেকেআর। আইপিএলের দ্বিতীয় জয় পেয়েছে তারা। এ বারের আইপিএলে প্রথম বাইরের মাঠে জিতল তারা। সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন। কিন্তু ম্যাচের পর দুই ক্রিকেটারের মধ্যে আলাদা করে কাউকে বেছে নিতে রাজি হলেন না অধিনায়ক শ্রেয়স আয়ার।

Advertisement

বল হাতে নারাইন ৪০ রানে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৭ রান করেছেন। রাসেল ব্যাট না করলেও বল হাতে দু’টি উইকেট নিয়েছেন। ম্যাচের পর জিয়ো সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, “ওদের মধ্যে কাউকে বেছে নিতে পারবেন না। কারণ, এক দিকে আপনি ডেথ ওভার বোলিংয়ের কথা বলছেন, আর এক দিকে ওপেনিংয়ের কথা বলছেন। দু’জনেই দারুণ ক্রিকেটার এবং আমাদের দলের সম্পদ। ওদের যদি বলে দিনটা খারাপ যায়, তা হলে ব্যাট হাতে সেটা পুষিয়ে দেবে।”

গৌতম গম্ভীর এ বার মেন্টর হয়ে ফিরেছেন। রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং সহকারী কোচ অভিষেক নায়ার। সেই প্রসঙ্গে শ্রেয়স বলেছেন, “আমাদের থিঙ্কট্যাঙ্ক বেশ বড়। প্রত্যেকে যা উপদেশ দেয় সেটা দারুণ ভাবে কাজে লাগে। পিচ ভাল বিশ্লেষণ করতে পারে। আপাতত আমাদের মধ্যে যোগাযোগ দারুণ।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন