IPL 2024

২৫ কোটির বোলার কি দিল্লির বিরুদ্ধে খেলবেন? উত্তর দিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি মিচেল স্টার্ক। তাঁর আঙুলে চোট রয়েছে। শুক্রবারের সেই চোট কি সোমবারের মধ্যে ঠিক হয়ে যাবে? পণ্ডিত জানালেন নেটে বল করছেন স্টার্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২২:৩৮
Share:

মিচেল স্টার্ক। —ফাইল চিত্র।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি মিচেল স্টার্ক। তাঁর আঙুলে চোট ছিল বলে জানিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যদিও নামতে পারেন স্টার্ক। তেমনটাই জানালেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

Advertisement

স্টার্ক ফর্মে নেই। প্রতি ম্যাচেই রান দিচ্ছেন। তবুও ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কেনা পেসারকে বসাতে পারছে না কেকেআর। গত ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি স্টার্ক। সেই জায়গায় খেলতে নামা দুষ্মন্ত চামিরাও ভাল বল করেননি। তাই দিল্লি ম্যাচে হয়তো আবার স্টার্ক ফিরবেন। কোচ পণ্ডিত বলেন, “আগের থেকে অনেকটাই ভাল আছে স্টার্ক। নেটে বলও করেছে। সোমবার কেমন বল করছে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

৭ ম্যাচে এখনও পর্যন্ত ২৮৭ রান দিয়েছেন স্টার্ক। নিয়েছেন মাত্র ৬ উইকেট। প্রতি ওভারে ১১.৪৮ রান দিচ্ছেন। কিন্তু তিনি ছাড়া কলকাতার হাতে তেমন কোনও বিদেশি পেসার নেই। চামিরা ভাল খেলতে না পারায় আবার হয়তো স্টার্কের অভিজ্ঞতাকেই ভরসা করতে চাইবে কেকেআর।

Advertisement

আগের থেকে সুস্থ নীতীশ রানাও। পণ্ডিত বলেন, “সুস্থ হচ্ছে নীতীশ। আশা করি প্লে-অফে উঠলে ওকে পাব। এখন গ্লাভস পরতে পারছে ও।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement