KKR

KKR: পর পর পাঁচ ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় কোথায় থাকল কলকাতা নাইট রাইডার্স

ন’ম্যাচ খেলে কলকাতা ছ’পয়েন্টেই থাকল। দিল্লি ক্যাপিটালসের আট ম্যাচে আট পয়েন্ট হল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২৩:৩৬
Share:

কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ারকে ঘিরে নীতীশ রানা ও উমেশ যাদব। ফাইল চিত্র

টানা পাঁচ ম্যাচে হারল কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় অবশ্য অষ্টম স্থানেই থাকল কেকেআর।

ন’ম্যাচ খেলে কলকাতা ছ’পয়েন্টেই থাকল। দিল্লি ক্যাপিটালসের আট ম্যাচে আট পয়েন্ট হল। তারা নেট রানরেটে পঞ্জাব কিংসকে টপকে ষষ্ঠ স্থানে চলে গেল।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। আট ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪। এর পর রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের আট ম্যাচে ১২ পয়েন্ট। তিনটি দল রয়েছে ১০ পয়েন্টে। সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের আট ম্যাচে ১০ পয়েন্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটি ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্টে রয়েছে।

দিল্লি, পঞ্জাব ও কলকাতার পরে রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই আটটি ম্যাচ খেলে চার পয়েন্টে রয়েছে। মুম্বই এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement