IPL 2023

আমদাবাদে বৃষ্টির জেরে হল না খেলা, ভেস্তে গেল রবিবারের আইপিএল ফাইনাল

এক দিকে মহেন্দ্র সিংহ ধোনির সামনে সুযোগ পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার। অন্য দিকে পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমেছেন হার্দিক পাণ্ড্য়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ১৯:০২
Share:

বৃষ্টির জেরে হল না খেলা। ছবি: আইপিএল

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ২৩:০৬ key status

ভেস্তে গেল ম্য়াচ

শেষ পর্যন্ত খেলা শুরু করা গেল না। আম্পায়াররা জানিয়ে দিলেন, রবিবার খেলা হচ্ছে না। সোমবার হবে আইপিএলের ফাইনাল।

শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ২১:৪২ key status

আবার বৃষ্টি শুরু

কিছু ক্ষণ থামার পরে আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে। ফলে মাঠ আবার কভারে ঢাকা হয়েছে। 

Advertisement
শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ২১:০৪ key status

থেমেছে বৃষ্টি

আমদাবাদে বৃষ্টি থেমেছে। কভার সরছে। জল শুকনোর কাজ শুরু করেছেন মাঠকর্মীরা। 

শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ২০:৪৭ key status

রবিবার খেলা না হলে কী হবে?

রবিবার খেলা না হলে সোমবার রিজার্ভ ডে রাখা হয়েছে। সে দিন আবার খেলা হবে।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ২০:৪৭ key status

খেলা শুরু হওয়ার শেষ সময় কখন?

খেলার ফয়সালা হতে গেলে দু’টি দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। অর্থাৎ, মোট ১০ ওভারের খেলা করাতেই হবে। সেই খেলা শেষ হওয়ার সময় রাত ১২.০৬ মিনিট। সেটাই কাট অফ টাইম। যদি সেই সময়ের মধ্যে ১০ ওভার খেলা শেষ না করা যায়, তা হলে রবিবার আর খেলা হবে না।

শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ২০:৪৬ key status

কখন শুরু হলে পুরো ওভার খেলা হবে?

আইপিএলের ফাইনালে খেলা শুরু হওয়ার শেষ সময় বাড়ানো হয়েছে। রাত ৯.৩৫ মিনিট পর্যন্ত সময় আছে। অর্থাৎ, রাত ৯.৩৫ মিনিটের আগে যদি খেলা শুরু করা য়ায় তা হলে এক ওভারও কমবে না। পুরো ৪০ ওভারের খেলা হবে। কিন্তু যদি ৯.৩৫ মিনিটের মধ্যে খেলা শুরু না করা যায়, তা হলে কমবে ওভার। যত সময় নষ্ট হবে তত ওভার কমবে।

শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ১৯:৪৪ key status

এখনও বৃষ্টি চলছে

ফাইনালের আগে যে ভাবে বৃষ্টি হচ্ছে, তাতে খুব একটা হাসি ফুটছে না দর্শকদের মনে। মাঠ কভারে ঢাকা। জল জমেছে আউটফিল্ডে। ফলে বৃষ্টি থামলেও খেলা শুরু করতে কতটা দেরি হতে পারে তা এখনই বোঝা যাচ্ছে না।

শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ১৯:০৩ key status

পিছিয়ে গেল টস

আমদাবাদে বৃষ্টি হচ্ছে। মাঠ ঢাকা রয়েছে কভারে। তার জেরে পিছিয়ে গিয়েছে টস। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement