IPL 2023

আর মাত্র ২২ রান, তা হলেই বিরাট, রোহিতের মাইলফলক ছুঁয়ে ফেলবেন ধোনি

শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই খেলতে নামবে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। চেন্নাই দলের অধিনায়ক ধোনি। তাঁর সামনে নতুন মাইলফলক ছোঁয়ার সুযোগ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৬:০১
Share:

আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

বিরাট কোহলি এবং রোহিত শর্মা আইপিএলে আগেই ছুঁয়েছেন এই মাইলফলক। এ বার মহেন্দ্র সিংহ ধোনি সেই মাইলফলক পার করার অপেক্ষায়। ভারতের প্রাক্তন অধিনায়কের মাত্র ২২ রান প্রয়োজন। সেই রান করলেই ৫০০০ রান করে ফেলবেন ধোনি।

Advertisement

শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই খেলতে নামবে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। চেন্নাই দলের অধিনায়ক ধোনি। তাঁর বাঁ হাঁটুতে চোট রয়েছে বলে জানা গিয়েছে। ধোনির খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু যদি তিনি খেলেন, তা হলে শুক্রবারই ৫০০০ রানের মাইলফলক পার করার সুযোগ পাবেন ধোনি। ১৫টি আইপিএলেই ধোনি খেলেছেন। এ বার ১৬তম আইপিএল খেলতে নামছেন তিনি।

বিরাট (৬৬২৪), রোহিত (৫৮৭৯) ছাড়াও আইপিএলে ৫০০০ রানের মাইলফলক পার করেছেন শিখর ধাওয়ান (৬২৪৪), ডেভিড ওয়ার্নার (৫৮৮১), সুরেশ রায়না (৫৫২৮) এবং এবি ডিভিলিয়ার্স (৫১৬২)। এই তালিকায় এ বার নাম লেখাতে পারেন ধোনি।

Advertisement

২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। এর পর থেকে শুধু আইপিএলেই খেলতে দেখা যায় তাঁকে। মনে করা হচ্ছে ৪১ বছরের ধোনি হয়তো এ বারই শেষ আইপিএল খেলবেন। তিনিও চাইবেন ৫০০০ রানের গণ্ডি পার করেই শেষ করতে। সেই সঙ্গে ব্যাট হাতে ভাল খেলেই অবসর নেওয়ার চেষ্টা করতে পারেন ধোনি। চেন্নাইয়ের হয়ে ২০৪টি ম্যাচে ৪৪০৪ রান আছে তাঁর। আইপিএলে ২৩৪টি ম্যাচ খেলেছেন ধোনি। করেছেন ৪৯৭৮ রান।

ভারতের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি খেলেছেন ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ১৬১৭ রান রয়েছে তাঁর। এ ছাড়াও ৩৫০টি এক দিনের ম্যাচ এবং ৯০টি টেস্টও খেলেছেন ধোনি। আন্তর্জাতিক মঞ্চে ১৬টি শতরান রয়েছে তাঁর। এক দিনের ক্রিকেটে ১০৭৭৩ রান রয়েছে ধোনির। টেস্টে করেছেন ৪৮৭৬ রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন