নেহরা নেই, অনিশ্চিত যুবরাজও

কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর হিসেবেই দেখা দিতে পারে এই তথ্য। সানরাইজার্স হায়দরাবাদের দুই প্রধান স্তম্ভকে ছাড়াই বুধবার এলিমিনেটরে খেলতে হতে পারে হায়দরাবাদকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ০৫:০৪
Share:

কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর হিসেবেই দেখা দিতে পারে এই তথ্য। সানরাইজার্স হায়দরাবাদের দুই প্রধান স্তম্ভকে ছাড়াই বুধবার এলিমিনেটরে খেলতে হতে পারে হায়দরাবাদকে।

Advertisement

সেই দু’জনের নাম? আশিস নেহরা এবং যুবরাজ সিংহ। বোলিংয়ে অন্যতম প্রধান ভরসা ছিলেন নেহরা। টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই সফল। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বাইরে কাটাতে হচ্ছিল। এ বার পরিষ্কার হয়ে গেল যে, এই টুর্নামেন্টেই আর খেলতে পারবেন না নেহরা। গত আইপিএলে ১৭টি ম্যাচের মধ্যে মাত্র আটটিতে খেলতে পেরেছিলেন নেহরা। এ বার খেলেছেন আরও কম, ১৪টি ম্যাচের মধ্যে ছ’টিতে। যদিও নেহরার পরিবর্ত হিসেবে নতুন আবিষ্কার হিসেবেই উদয় ঘটেছে মহম্মদ সিরাজের।

হায়দরাবাদ শিবিরে দুশ্চিন্তা রয়েছে যুবরাজ সিংহের ফিটনেস নিয়েও। যুবির আঙুলে চোট আছে। মঙ্গলবার সন্ধেতে হায়দরাবাদের প্র্যাকটিসের সময় ফিটনেস টেস্টও হয় যুবরাজের। ফিটনেস পরীক্ষার পর দলের প্র্যাকটিসে অন্যদের সঙ্গে সবই করেছেন যুবরাজ। নেটে ব্যাটিংও।

Advertisement

আইপিএলে এই মরসুমে সানরাইজার্সের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন যুবরাজ। ১১টা ম্যাচে করেছেন ২৪৩ রান। দুটো হাফসেঞ্চুরিও আছে তাঁর। স্ট্রাইক রেট ১৪৪.৬৪। দুরন্ত সমস্ত ইনিংস খেলেছেন যুবরাজ।

তবে সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় যুবরাজকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইবে না ভারতীয় বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement