IPL 2024

গুজরাতের বিরুদ্ধে কি খেলতে পারবেন ধাওয়ান, অধিনায়কের চোট নিয়ে কী বললেন সহকারী কোচ

রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে পঞ্জাব কিংস। সেই ম্যাচে কি খেলতে পারবেন পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান? খবর দিলেন দলের সহকারী কোচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:০০
Share:

শিখর ধাওয়ান। —ফাইল চিত্র।

চোটের কারণে পঞ্জাবের শেষ দু’টি ম্যাচে খেলতে পারেননি শিখর ধাওয়ান। অধিনায়ককে না পাওয়ায় সমস্যায় পড়েছে পঞ্জাব। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কি খেলতে পারবেন ধাওয়ান? ম্যাচের আগের দিন ধাওয়ানের চোট নিয়ে জানালেন দলের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন।

Advertisement

শনিবার সাংবাদিক বৈঠকে হ্যাডিন বলেন, “আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ধাওয়ান দলে ফিরুক। টপ অর্ডারে ওর অভিজ্ঞতা আমাদের দলের সম্পদ। আশা করছি, খুব তাড়াতাড়ি ও ম্যাচ ফিট হয়ে উঠবে।”

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছিলেন ধাওয়ান। সেই চোট সারিয়ে ধাওয়ান অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন হ্যাডিন। তিনি বলেন, “ধাওয়ান অনেকটা সুস্থ হয়ে উঠেছে। গত কয়েক দিন ধরে অনুশীলনও করছে। গুজরাতের বিরুদ্ধে ধাওয়ান খেলতে পারবে কি না সেই সিদ্ধান্ত আমরা রবিবার সকালে নেব।”

Advertisement

হ্যাডিন স্বীকার করে নিয়েছেন যে ধাওয়ানের বিকল্প পাওয়া মুশকিল। তাই সম্ভব হলে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানোর ভাবনা-চিন্তা করছে ম্যানেজমেন্ট। হ্যাডিং বলেন, “ধাওয়ানের বিকল্প পাওয়া মুশকিল। আইপিএলের অন্যতম সফল ওপেনার। এত বছর ধরে ও দলের জন্য যা করেছে তাতে ধাওয়ান খুব গুরুত্বপূর্ণ সদস্য। কাঁধে চোট লাগায় ওকে আমরা পাচ্ছি না। তাতে দলের ক্ষতি হচ্ছে।”

সাত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে পঞ্জাব। গুজরাত আট নম্বরে। তাদের পয়েন্ট সাত ম্যাচে ৬। রবিবার গুজরাতকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় তাদের ধরে ফেলবে পঞ্জাব। সেই চেষ্টাই করছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন