Sports News

এক ওভার বাকি থাকতেই জয় পঞ্জাবের

লক্ষ্যটা খুব কমই ছিল। তাও লড়াই যে সহজ ছিল না সেটা পুরো ম্যাচেই টের পেলেন পঞ্জাবের ব্যাটসম্যানরা। টস জিতে পুণের মাঠে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ছ’উইকেট হারিয়ে ১৬৩ রানই তুলতে সক্ষম হন স্মিথ অ্যান্ড ব্রিগেড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ১৯:৫৬
Share:

জয়ের উল্লাস পঞ্জাব শিবিরে। ছবি: পিটিআই।

পুণে ১৬৩/৬ (২০ ওভার)

Advertisement

পঞ্জাব ১৬৪/৪ (১৯ ওভার)

লক্ষ্যটা খুব কমই ছিল। তাও লড়াই যে সহজ ছিল না সেটা পুরো ম্যাচেই টের পেলেন পঞ্জাবের ব্যাটসম্যানরা। টস জিতে পুণের মাঠে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ছ’উইকেট হারিয়ে ১৬৩ রানই তুলতে সক্ষম হন স্মিথ অ্যান্ড ব্রিগেড। অজিঙ্ক রাহানের সঙ্গে ওপেন করতে নেমে কোনও রান না করেই ফিরে যান মায়াঙ্ক অগ্রবাল। ভরসা দিতে পারেনি রাহানের ব্যাটও। ১৯ রান করেই তিনিও ফেরেন প্যাভেলিয়নে। প্রথম ম্যাচের মতো এই ম্যাচে বড় রান করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি অধিনায়ক স্টিভ স্মিথ। আউট হন ২৬ রানে। শেষ পর্যন্ত দলের ব্যাটিংয়ের হাল ধরেন বেন স্টোকস। তাঁকে যোগ্য সঙ্গত মনোজ তিওয়ারির। বেন স্টোকসের ৫০ ও মনোজের ৪০ রানের সৌজন্য পঞ্জাবের সামনে ১৬৪ রানের টার্গেট রাখতে সক্ষম হয় পুণে। কিন্তু জয়ের জন্য এই টার্গেট যে যথেষ্ট ছিল না সেটা প্রমাণ হয়ে গেল ম্যাচ শেষ হতেই।

Advertisement

আরও খবর: দলে পরিবর্তন এনে বেঙ্গালুরুতে জাহিরদের মুখোমুখি হচ্ছে ওয়াটসনরা

জবাবে ব্যাট করতে এসে পঞ্জাবও যে খুব ভাল শুরু করেছিল এমনটা নয়। দুই ওপেনার হাশিম আমলা ২৮ ও মনন ভোরা ১৪ রান করে আউট হয়ে যান। তার পরও হাল ধরার তেমন কেউ ছিলেন না। ঋদ্ধিমান সাহা (১৪), অক্ষর পটেল (২৪)ও দ্রুত ফিরে যান প্যাভেলিয়নে। এর শেষ কাজ করে যান অধিনায়ক ম্যাক্সওয়েল ও ডেভিড মিলার। ম্যাক্সওয়েল ৪৪ ও মিলার ৩০ রানে অপরাজিত থাকেন। ১৯তম ওভারের শেষ বলেই চার উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেন পঞ্জাব অধিনায়ক। ছয় বল বাকি থাকতে ছয় উইকেটে জয় জিতে নেয় পঞ্জাব। ম্যাচের সেরা হয়েছেন ম্যাক্সওয়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement