শুরু থেকে আক্রমণই করতে চান ত্রিপাঠী

দু’দিন আগে ইডেনে তাঁর বিধ্বংসী ইনিংসের রেশ এখনও ছড়িয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব। আইপিএল মহাকাশের নতুন তারকা হয়ে উঠেছেন তিনি। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ মহেন্দ্র সিংহ ধোনি থেকে অজিঙ্ক রাহানের মতো তারকারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০৫:১৮
Share:

দু’দিন আগে ইডেনে তাঁর বিধ্বংসী ইনিংসের রেশ এখনও ছড়িয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব।

Advertisement

আইপিএল মহাকাশের নতুন তারকা হয়ে উঠেছেন তিনি। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ মহেন্দ্র সিংহ ধোনি থেকে অজিঙ্ক রাহানের মতো তারকারা।

তিনি— পুণের নতুন সুপারজায়ান্ট রাহুল ত্রিপাঠী।

Advertisement

চব্বিশ ঘণ্টার মধ্যেই রাহুলের সামনে অপেক্ষা করছে সানরাইজার্স হায়দরাবাদ। যে দল জিতবে তার সামনে প্লে-অফে যাওয়ার সুযোগ আরও উজ্জ্বল হবে। ম্যাচের আগে রাহুল বলছেন, ‘‘খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আমরা প্লে-অফের অনেক কাছে পৌঁছে গিয়েছি।’’ নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড খুব ভাল। রাহুল তাই তো সতর্ক। ‘‘হায়দরাবাদের নিজেদের ঘরের মাঠে খুব ভাল খেলে। তাই ওদের বিরুদ্ধে জিততে পারলে দারুণ হবে,’’ বলছেন রাহুল।

তাঁর সাফল্যের রহস্য কী? ‘‘কতটা শক্ত বল করা হচ্ছে সেটা নিয়ে ভাবি না। আমার প্ল্যান হচ্ছে, যদি কেউ ইয়র্কার করে তা হলে কী ভাবে বাউন্ডারিতে মারব। যদি কেউ বাউন্সার দেয় তা হলে কী শট মারব,’’ বলছেন রাহুল। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি শুধু আক্রমণাত্মক খেলতে চাই। শুধু ভাবি বলটাকে মারতে হবে।’’

রাহুলকে আরও বেশি উদ্বুদ্ধ করছে মহেন্দ্র সিংহ ধোনি, অজিঙ্ক রাহানেদের মতো মহাতারকাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করা। ‘‘খুব ভাগ্যবান মনে করি নিজেকে এত বড় বড় ক্রিকেটারদের সঙ্গে ব্যাট করতে পেরে,’’ বলছেন রাহুল। আইপিএলে খেলার প্রসঙ্গে কর্নেল-পুত্র বলছেন, ‘‘আমি খুবই উৎসুক। আইপিএল খুব বড় একটা মঞ্চ। প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দেওয়ার কথা ভাবছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন