টেস্টে সফল হতে চান রশিদ

আইপিএলের সাফল্য ও চমকে নিজের চূড়ান্ত লক্ষ্যটা ভুলে যাননি আফগানিস্তানের নতুন ক্রিকেট তারকা রশিদ খান— দেশের হয়ে টেস্ট ক্রিকেটে নামা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০৪:৪২
Share:

আইপিএলের সাফল্য ও চমকে নিজের চূড়ান্ত লক্ষ্যটা ভুলে যাননি আফগানিস্তানের নতুন ক্রিকেট তারকা রশিদ খান— দেশের হয়ে টেস্ট ক্রিকেটে নামা। আইসিসি আফগানদের টেস্ট খেলিয়ে দেশের তালিকায় আনার পরিকল্পনা নিয়েছে বলে শোনা যাচ্ছ। এখন সেই দিনের দিকেই তাকিয়ে রশিদ। রশিদের বক্তব্য, ‘‘প্রত্যেক ক্রিকেটারেরই টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন থাকে। ঈশ্বর করুন, আমরা যেন খুব তাড়াতাড়ি টেস্ট খেলতে পারি। টেস্টে সাফল্য পাওয়াই সবচেয়ে বড় কথা।’’ আইপিএলে খেলা নিয়ে রশিদ বলেন, ‘‘এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এত বড় বড় ক্রিকেটারদের সঙ্গে খেলাটা আমার কাছে বড় অভিজ্ঞতা। আমাদের কোচ টম মুডি সবসময় নিজের উপর আস্থা রাখতে বলেন। ওঁর কাছ থেকে অনেক শিখেছি।’’

Advertisement

আরও পড়ুন: করব, লড়ব, ওড়াব রে...

তাঁর গুগলিতে হিমশিম তাবড় ব্যাটসম্যানরা। যে তিনজনের উইকেট তাঁকে সবচেয়ে খুশি করেছে, তাঁরা হলেন ডেভিড মিলার, ব্রেন্ডন ম্যকালাম ও রোহিত শর্মা। নিলামে সাড়ে চার কোটি টাকা দিয়ে নেওয়া রশিদের কাছ থেকে সানরাইজার্স প্রতিদান পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। এক ডজন উইকেট নিয়েছেন তিনি। কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement