ফের ভারতীয় দলে ফিরে আসার স্বপ্ন দেখছেন উথাপ্পা

এ বারের আইপিএলে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে চলেছেন। শুধু ব্যাটে নয়, উইকেটের পিছনেও সমান সফল কলকাতা নাইট রাইডার্সের রবিন উথাপ্পা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০৩:৫১
Share:

নায়ক: উথাপ্পার ব্যাট ভরসা এখন নাইটদের। ফাইল চিত্র

এ বারের আইপিএলে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে চলেছেন। শুধু ব্যাটে নয়, উইকেটের পিছনেও সমান সফল কলকাতা নাইট রাইডার্সের রবিন উথাপ্পা। আর তাই তিনি এখন স্বপ্ন দেখছেন, আবার ভারতীয় দলে ফিরে আসার। ‘‘আমি বিশ্বাস করি, পরিশ্রমের কোনও বিকল্প হয় না। পরিশ্রমের দাম সব সময় পাওয়া যায়। আমি সত্যি বিশ্বাস করি, এক দিন ঠিক সুযোগ পাব,’’ আইপিএলের ওয়েবসাইটে বলেছেন কেকেআরের রবিন।

Advertisement

এর আগের মরসুমে তিনি ওপেন করতেন। কিন্তু এখন তিন নম্বরে। নতুন বল তো আর খেলতে হচ্ছে না। নিজেকে কী ভাবে মানিয়ে নিচ্ছেন? প্রশ্নের জবাবে উথাপ্পা বলেছেন, ‘‘আপনি যদি একজন ব্যাটসম্যানের চোখ দিয়ে দেখেন, তা হলে বলতে পারেন, প্রথম ছ’ওভারে ব্যাট করার সুবিধেটা আমি হারিয়েছি। কিন্তু আমার নিজের প্রতি বিশ্বাস আছে। আমি জানি, আমার ওই ধরনের সুবিধের কোনও দরকার নেই। আমি জানি ছ’ওভারের সুবিধেটা না নিয়েও আমি রান করতে পারব।’’

আরও পড়ুন:টানা ম্যাচ খেলে গম্ভীরদের চিন্তা ক্লান্তি

Advertisement

গম্ভীর আর উথাপ্পার জুটি ১৫৮ রান তুলেছে। দু’জনের রসায়ন নিয়ে উথাপ্পা বলেছেন, ‘‘ব্যাট করার সময় আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব দারুণ। দু’জনেই স্ট্রাইক রোটেট করে একে অন্যকে খেলার সুযোগ করে দিই। আমরা যখন মাঠে কোনও সিদ্ধান্ত নিই, তখন সেই সিদ্ধান্তটা মেনে চলি। এতে টিমেরই উপকার হয়।’’

কোন বোলারকে কিপ করা সবচেয়ে কঠিন বলে মনে হয়? নাইটদের কিপার বলেছেন, ‘‘পীযূষ চাওলাকে কিপ করা বেশ কঠিন। ওর হাতে বিভিন্ন রকমের গুগলি আছে। তবে নারাইন বা কুলদীপকে কিপ করাও বেশ কঠিন। আমি অবশ্য চ্যালেঞ্জটা উপভোগ করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement