Sourav Ganguly

আইপিএলে কোনও ‘স্বপ্নের দল’ বানাইনি আমি: সৌরভ

আইপিএলে তাঁর সেরা একাদশে মহেন্দ্র সিংহ ধোনিকে ‘রাখেননি’ সৌরভ গঙ্গোপাধ্যায়। দলে স্টিভ স্মিথ জায়গা পেলেও ঠাঁই হয়নি ক্যাপ্টেন কুলের। উইকেটরক্ষক হিসাবে সেই দলে জায়গা পেয়েছিলেন ঋষভ পন্থও। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ১৭:৪৮
Share:

ফাইল চিত্র

আইপিএলে তাঁর সেরা একাদশে মহেন্দ্র সিংহ ধোনিকে ‘রাখেননি’ সৌরভ গঙ্গোপাধ্যায়। দলে স্টিভ স্মিথ জায়গা পেলেও ঠাঁই হয়নি ক্যাপ্টেন কুলের। উইকেটরক্ষক হিসাবে সেই দলে জায়গা পেয়েছিলেন ঋষভ পন্থও। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ‘সৌরভের দল’ নির্বাচনে প্রশ্ন তুলে তাঁকে বিঁধেছিলেন অনেকেই। তালিকায় ছিলেন রিল লাইফ ধোনি সুশান্ত সিংহ রাজপুতও। প্রথমে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া নাজানালেও শেষ পর্যন্ত মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। জবাব দিলেন এই বিতর্কে। এবং তা দিলেন সোশ্যাল মিডিয়াতেই।

Advertisement

আরও পড়ুন- গম্ভীর-উথাপ্পা জুটিকে এ বার সবচেয়ে ভয়ঙ্কর দেখাচ্ছে

টুইটারে সৌরভ লিখেছেন, “আমার নামে আইপিএলের টিম হিসেবে যা বলা হচ্ছে সেটা আমার টুইটার অ্যাকাউন্ট নয়। টিমটাও আমার টিম নয়। এটা ভুয়ো অ্যাকাউন্ট।”

Advertisement

সৌরভের এই টুইটটি ইতিমধ্যেই রিটুইট হয়েছে হাজার বারের বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement