তিনে উঠল হায়দরাবাদ

দুই ওপেনারের ঝোড়ো ইনিংস। আর বোলিংয়ে পেস-স্পিন জোড়া ফলা। শুক্রবার মোহালিতে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পিছনে এই দু’টো কারণই উঠে আসছে। জিতে ওয়ার্নাররা উঠে এলেন তিন নম্বরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০৩:৪৪
Share:

দুই ওপেনারের ঝোড়ো ইনিংস। আর বোলিংয়ে পেস-স্পিন জোড়া ফলা। শুক্রবার মোহালিতে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পিছনে এই দু’টো কারণই উঠে আসছে। জিতে ওয়ার্নাররা উঠে এলেন তিন নম্বরে। কিংগস ইলেভেন পঞ্জাব টস জিতে ব্যাট করতে পাঠিয়েছিল গত বারের চ্যাম্পিয়নদের। পঞ্জাব বোলিংকে সমীহ না করে ডেভিড ওয়ার্নার (২৭ বলে ৫১) এবং শিখর ধবন (৪৮ বলে ৭৭) দশ ওভারে ১০৭ রান তুলে দেন। এর পর কেন্‌ উইলিয়ামসন ২৭ বলে ৫৪ করে স্কোর নিয়ে যান ২০৭-৩। জবাবে পঞ্জাব করে ১৮১-৯। চোটের জন্য হাসিম আমলা না খেলায় পঞ্জাব ব্যাটিং দুর্বল হয়ে পড়েছিল। তিন নম্বরে নামা শন মার্শ একা চেষ্টা করেছিলেন। কিন্তু ৫০ বলে ৮৪ করার পরে তাঁকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তবে পঞ্জাবের মাঝের ওভারগুলোয় রান রেট আটকে দেন লেগ স্পিনার রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট তোলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement