রায়নারা হেরে গিয়েছেন বলে আত্মতুষ্ট নন মুডি

রবিবার ঘরের মাঠে প্রতিপক্ষ গুজরাত লায়ন্স। যাদের শুক্রবারই দশ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তা সত্বেও সুরেশ রায়নার দলকে মোটেও হাল্কা ভাবে নিচ্ছেন না সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০৩:৫৬
Share:

রবিবার ঘরের মাঠে প্রতিপক্ষ গুজরাত লায়ন্স। যাদের শুক্রবারই দশ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তা সত্বেও সুরেশ রায়নার দলকে মোটেও হাল্কা ভাবে নিচ্ছেন না সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি।

Advertisement

শনিবার সাংবাদিক সম্মেলনে টম মুডি বলেন, ‘‘মনে রাখতে হবে গুজরাত লায়ন্স গত বছরের ফাইনালিস্ট। গত ম্যাচে কলকাতার কাছে ওরা হারলেও গুজরাতকে হাল্কা ভাবে নেওয়ার কোনও প্রশ্ন যেমন নেই, তেমনই আমরাও প্রথম ম্যাচে জিতে যাওয়ায় অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কোনও কারণ দেখছি না।’’

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩৫ রানে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেখানে প্রথম ম্যাচেই গৌতম গম্ভীরের দলের কাছে পর্যুদস্ত হয়ে হেরেছে গুজরাত। মুডি এ দিন আরও বলেন, ‘‘আগের ম্যাচে জিতলেও বেশ কিছু ভুলভ্রান্তি হয়েছিল আমাদের। যা শুধরে নিতে হবে দ্রুত।’’ গুজরাতের বিরুদ্ধে দলে কোনও পরিবর্তন আনতে পারেন কি না তা জানতে চাওয়া হলে মুডি বলেন, ‘‘দল বিশেষ পরিবর্তন করতে চাই না। কিন্তু প্রতিটি দলের বিরুদ্ধেই আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। সেই ব্যাপারটা মাথায় রেখেই প্রথম একাদশ বাছা হবে।’’

Advertisement

তবে হায়দরাবাদ সমর্থকদের জন্য সুখবর, ১২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন টিমের সঙ্গে যোগ দেবেন দলের বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন