Sports News

কেকেআর ট্রেনিংয়ে যোগ দিলেন উমেশ যাদব

ভারতীয় দলের প্লেয়াররা অনেকেই চোটের জন্য শুরু থেকে আইপিএল-এ যোগ দিতে পারেননি। সেই তালিকায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদবও। বিরাট কোহালির বেঙ্গালুরু দলে ফেরার খবরের দিনই কলকাতার অনুশীলনে যোগ দিলেন উমেশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ১৮:০৭
Share:

ভারতীয় দলের প্লেয়াররা অনেকেই চোটের জন্য শুরু থেকে আইপিএল-এ যোগ দিতে পারেননি। সেই তালিকায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদবও। বিরাট কোহালির বেঙ্গালুরু দলে ফেরার খবরের দিনই কলকাতার অনুশীলনে যোগ দিলেন উমেশ। ১৩ এপ্রিল ঘরের মাঠে কেকেআর নামবে পঞ্জাবের বিরুদ্ধে। তার আগে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করলেন উমেশ যাদব। যা খবর পঞ্জাবের বিরুদ্ধেই খেলতে দেখা যাবে উমেশকে। তা হলে অঙ্কিত রাজপুতের জায়গায় দলে ঢুকতে পারেন তিনি। ট্রেনিংয়ের ছবি দিয়ে টুইট করলেন উমেশ। লেখেন, ‘‘আমি কেকেআর.... প্রথম দিন দলের সঙ্গে ট্রেনিংয়ে।’’

Advertisement

আরও খবর: ‘ভারত আসছি, এ বার মিশন আইপিএল’

২৯ বছরের এই পেসার কেকেআর-এর প্রথম দুটো ম্যাচে খেলতে পারেননি। চোট নিয়ে তিনিও এতদিন ছিলেন রিহ্যাবে। ঘরের মাঠে টানা ১৩টি টেস্টের মধ্যে ১২টিতেই খেলেছেন তিনি। ভারতের হয়ে অশ্বিন, জাডেজার পর সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনিই। উমেশের ফেরাটা দলের জন্য বড় প্রাপ্তি হতে পারে। আগের ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হারতে হয়েছে কেকেআরকে। উমেশের ফেরার খবরের আগেই চোট পেয়ে চিটকে গিয়েছেন ক্রিস লিন। তাঁর আইপিএল খেলা নিয়ে সংশয় রয়েছে। দলের অন্যতম কর্তা ভেঙ্কি মাইসর টুইটে লেখেন, ‘‘যাঁরা ক্রিস লিনকে নিয়ে চিন্তিত তাঁদের উদ্দেশে বলছি ওর চিকিৎসা চলছে। কেকেআর-এর মেডিক্যাল টিমের নেতৃত্বে।’’

Advertisement

ইডেনের জিম থেকে এই টুইটটি করলেন উমেশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন