স্ট্র্যাটেজি কাজে লাগল, বলছেন উনাদকাট

মুম্বই ইন্ডিয়ান্সকে থামানোর জন্য তাঁরা যে গেমপ্ল্যান করেছিলেন, তা পুরোপুরি খেটে গিয়েছে বলে জানাচ্ছেন জয়দেব উনাদকাট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ০৪:৪৮
Share:

মুম্বই ইন্ডিয়ান্সকে থামানোর জন্য তাঁরা যে গেমপ্ল্যান করেছিলেন, তা পুরোপুরি খেটে গিয়েছে বলে জানাচ্ছেন জয়দেব উনাদকাট।

Advertisement

এ বারের আইপিএলে ভাল ফর্মে রয়েছেন উনাদকাট। হ্যাটট্রিক করেছেন। নিজের বোলিং নিয়ে বলছিলেন, ‘‘হ্যাঁ, এ বারের আইপিএলটা আমার কাছে ভাল গিয়েছে। আমি চেষ্টা চালিয়েছি, যাতে বোলিংয়ের আসল জিনিসগুলো ঠিক রেখে যেতে। জানতাম, সেটা করতে পারলেই সাফল্য আসবে।’’ একই সঙ্গে বিশেষজ্ঞরা প্রশংসা করছেন উনাদকাটের ফিল্ডিংয়েরও। রবিবার যেমন ফলো থ্রু-তে বাঁ দিকে ঝাঁপিয়ে অসাধারণ একটা ক্যাচ নিলেন এই পেসার। এ বারের আইপিএলে তাঁরা রান তাড়া করে বেশিরভাগ ম্যাচ জিতলেও রবিবার ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কারণটা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা পড়ে রান তাড়া করার চাপটা নিতে চাই না। আমরা চাই এমন একটা রান স্কোরবোর্ডে তুলতে, যেটা বিপক্ষকে চাপে ফেলে দেবে।’’ বাস্তবে দেখা গেল, উল্টোটা হয়ে গেল। উনাদকাট, ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ে মুম্বই চাপে পড়ে যায়।

আরও পড়ুন: শেষ ওভার নিজে এসে চেয়ে নেন জনসন

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন