Sports News

মুম্বই জেতার পর রনবীর কাপুরের তোয়ালে ডান্সে মাতলেন কে

দল ফাইনালে কিন্তু তিনি খেলতে পারছেন না সুদূর ইংল্যান্ডে বসেও তাই মনটা পড়েছিল টেলিভিশনের পর্দায়। চোট রেখেছিলেন আইপিএল ফাইনালে। যেখানে তাঁর দল মুম্বই ও পুণে মুখোমুখি হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ১৭:০০
Share:

মুম্বইয়ের জয় সেলিব্রেট করলেন জোস বাটলার। ছবি: ইনস্টাগ্রাম।

দল ফাইনালে কিন্তু তিনি খেলতে পারছেন না সুদূর ইংল্যান্ডে বসেও তাই মনটা পড়েছিল টেলিভিশনের পর্দায়। চোট রেখেছিলেন আইপিএল ফাইনালে। যেখানে তাঁর দল মুম্বই ও পুণে মুখোমুখি হয়েছিল। শুরুর দিকে খেললেও ইংল্যান্ডের বাকি ক্রিকেটারদের সঙ্গে জোস বাটলারকেও ফিরে যেতে হয়েছে দেশের হয়ে খেলতে। কিন্তু রবিবার পুরো সময়টাই তিনি চোখ রেখেছিলেন টিভিতে। আর এক রানে দল জিততেই অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে। এক্কেবারে যেন বলিউডি হিরো। মনে করালেন সাবরিয়ার রনবীর কাপুরকে। তোয়ালে ডান্সে মাতলেন টিভির সামনেই। সেই ভিডিও আবার পোস্টও করলেন ইনস্টাগ্রামে। ভিডিওর সঙ্গে পোস্ট করলেন শ্যাম্পেন হাতে ছবিও। যেখানে তিনি পরে রয়েছে মুম্বইয়ের জার্সি। একাই সেলিব্রেট করলেন।

Advertisement

আরও খবর: পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়লেন আকমল

এ বার ১০টি ম্যাচই খেলার সুযোগ হয়েছিল বাটলারের। করেছেন ২৭২ রান। স্ট্রাইক রেট ১৫৩.৬৭। মুম্বইয়ের আইপিএল চ্যাম্পিয়নের হ্যাটট্রিক হওয়ার পিছনে ভূমিকা রয়েছে তাঁরও। মিচেল জনসনের অসাধারণ শেষ ওভারেই বাজিমাত মুম্বইয়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement