IPL 2024

আইপিএলে ২৭টি ম্যাচ শেষে বেগনি টুপির লড়াইয়ে কোন কোন ক্রিকেটার? শীর্ষে কে?

তিন সপ্তাহ হয়ে গিয়েছে আইপিএলের। খেলা হয়েছে ২৭টি ম্যাচ। প্রতিযোগিতায় যে বোলার সব থেকে বেশি উইকেট পান তাঁকে বেগনি টুপি দেওয়া হয়। এই মুহূর্তে শীর্ষে কোন ক্রিকেটার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৩:১৪
Share:

—প্রতীকী চিত্র।

আইপিএলের তৃতীয় সপ্তাহের শেষে বেগনি টুপির দৌড়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চহাল। ছ’টি ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন তিনি। এ বারের আইপিএলে বেগনি টুপি জেতার দৌড়ে আর কারা প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন দেখে নেওয়া যাক।

Advertisement

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যশপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের জোরে বোলার পাঁচটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন। তাঁর পর তৃতীয় স্থানে রয়েছেন পঞ্জাব কিংসের কাগিয়ো রাবাডা। দক্ষিণ আফ্রিকার জোরে বোলার ছ’টি ম্যাচ খেলে ৯টি উইকেট রয়েছেন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের জোরে বোলার এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন। বেগনি টুপির দৌড়ে পঞ্চম স্থানে দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ। ছ’টি ম্যাচ খেলে তিনিও নিয়েছেন ৯টি উইকেট।

ষষ্ঠ স্থানে পঞ্জাবের আরশদীপ সিংহ। তরুণ বাঁহাতি জোরে বোলারের ঝুলিতে এখনও পর্যন্ত এসেছে ৯টি উইকেট। খেলেছেন ছ’টি ম্যাচ। সপ্তম স্থানে পঞ্জাবেরই সাম কারেন। ইংল্যান্ডের অলরাউন্ডার ছ’টি ম্যাচ খেলে পেয়েছেন ৮টি উইকেট। অষ্টম স্থানে গুজরাত টাইটান্সের মোহিত শর্মা। ছ’টি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য। নবম স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জেরাল্ড কোয়েৎজ়ে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার পাঁচটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৮টি উইকেট পেয়েছেন। দশম স্থানে লখনউ সুপার জায়ান্টসের যশ ঠাকুর। চারটি ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছেন তরুণ বোলার।

Advertisement

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেট নিয়েছেন বৈভব অরোরা। তিনি দু’টি ম্যাচ খেলে নিয়েছেন ৫টি উইকেট। বেগনি টুপির লড়াইয়ে বৈভব রয়েছেন ২১ নম্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন