ডার্বিতে হেরেও শীর্ষে বেঙ্গালুরু

চেন্নাইয়ের মাঠে লড়াইটা ছিল দশ দলের আইএসএলে দশম স্থানে থাকা দলের সঙ্গে শীর্ষে থাকা দলের। যদিও জেজে লালপেখলুয়াদের দল চেন্নাইয়িনের মুখোমুখি হওয়ার আগে বেঙ্গালুরু এফসি গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু বলে দিয়েছিলেন, ‘‘চেন্নাইয়িনের বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচ কখনও সহজ হতে পারে না।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৩
Share:

চেন্নাইয়ের মাঠে লড়াইটা ছিল দশ দলের আইএসএলে দশম স্থানে থাকা দলের সঙ্গে শীর্ষে থাকা দলের। যদিও জেজে লালপেখলুয়াদের দল চেন্নাইয়িনের মুখোমুখি হওয়ার আগে বেঙ্গালুরু এফসি গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু বলে দিয়েছিলেন, ‘‘চেন্নাইয়িনের বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচ কখনও সহজ হতে পারে না।’’

Advertisement

মাঠে হলও ঠিক তাই। ম্যাচে বেঙ্গালুরুকে ২-১ হারিয়ে এ বারের আইএসএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিলেন সি কে বিনীতরা। তবে আিএসএলের লিগ তালিকায় তার কোনও পরিবর্তন হল না। ১৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেই দশম স্থানেই থেকে গেল চেন্নাইয়িন এফসি। অন্য দিকে, ম্যাচ হেরেও ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল সুনীল ছেত্রীদের দল।

ঘরের মাঠে বেঙ্গালুরু রক্ষণের ভুলভ্রান্তির সুযোগ নিয়ে প্রথমার্ধেই ২-০ এগিয়ে গিয়েছিল অভিষেক বচ্চনের দল। ৩২ মিনিটে বিপক্ষ ডিফেন্ডার নিশু কুমারের পা থেকে বল কেড়ে নিয়ে চেন্নাইয়িনকে প্রথম এগিয়ে দেন জেজে লালপেখলুয়া। দশ মিনিট পরেই বিপক্ষ রক্ষণের ভুলভ্রান্তির সুযোগ নিয়ে ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে হেড করে ব্যবধান বাড়ান গ্রেগরি নেলসন। দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর হয়ে ব্যবধান কমান অধিনায়ক সুনীল ছেত্রী।
আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পরে বেঙ্গালুরু এফসি-র ফল আশা অনুযায়ী হচ্ছে না। গত ম্যাচেই সুনীল ছেত্রীরা পিছিয়ে পড়ে কোনও মতে হার বাঁচিয়েছিলেন। এ দিন তাঁদের ফিরতে হল ম্যাচ হেরেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন