আইএসএল বোধনে সোনার মেয়ে হিমা

টোকিয়ো অলিম্পিক্স থেকে পদক চাই, হিমাকে বললেন অভিষেক

শনিবার যুবভারতীতে ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে ভিভিআইপি গ্যালারিতে পাশাপাশি বসেছিলেন জার্কাতায় ভারতের ইতিহাস সৃষ্টি করা অ্যাথলিট হিমা ও বলিউড তারকা অভিষেক।

Advertisement

রতন চক্রবর্তী

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৫:১৮
Share:

চমক: যুবভারতীতে আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভ ও অভিষেকের সঙ্গে হিমা। ছবি: সুদীপ্ত ভৌমিক

জাকার্তা এশিয়াডে পদক জয়ী হিমা দাসের হাতে টোকিয়ো অলিম্পিক্সের পদক দেখতে চাইলেন অভিষেক বচ্চন।

Advertisement

শনিবার যুবভারতীতে ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে ভিভিআইপি গ্যালারিতে পাশাপাশি বসেছিলেন জার্কাতায় ভারতের ইতিহাস সৃষ্টি করা অ্যাথলিট হিমা ও বলিউড তারকা অভিষেক। দু’জনে বিরতিতে এক সঙ্গে সেলফি তোলার সময় অভিষেক অসমের ‘ধিং এক্সপ্রেস’-কে বলেন, ‘‘অলিম্পিক্সে পদক জিতলে ফের দু’জনে সেলফি তুলব। তোমার গলায় যেন তখন থাকে টোকিয়োর পদক। তুমি দেশকে গর্বিত করেছ। তবে অলিম্পিক্সে পদক জিততে হলে আরও কঠোর পরিশ্রম করতে হবে।’’ হিমা তাঁকে বলেন, ‘‘আপনাকে সিনেমায় দেখেছি। পরিচয় করে ভাল লাগল। আমারও লক্ষ্য অলিম্পিক্সের পদক। কয়েক দিনের মধ্যেই অনুশীলনে নামব। আপনার ফোন নম্বরটা দেবেন প্লিজ।’’ সঙ্গে সঙ্গেই গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসির প্রতিনিধি হয়ে যুবভারতীতে আসা অভিষেক ফোন নম্বর দিয়ে দেন দেশের অন্যতম সেরা অ্যাথলিটকে। বলে দেন, ‘‘আমি তোমার পাশে সবসময় আছি। যখন দরকার হবে ফোন করবে।’’ পরে আনন্দবাজারকে একান্তে অভিষেক বললেন, ‘‘ওকে ফুটবল মাঠে দেখে ভাল লাগল। আমাদের দেশের সোনার মেয়ে। ওর সঙ্গে কথা বলে মনে হল অনেক দূর যাবে। মেয়েটার জেদ আছে। আপনাদের বাংলার স্বপ্না বর্মনের মধ্যেও দারুণ প্রতিভা আছে শুনেছি। ও কি কলকাতায় আছে?’’ স্বপ্না তাঁর দেশের বাড়িতে জলপাইগুড়িতে গিয়েছেন শুনে বললেন, ‘‘পরের বার এখানে এলে স্বপ্নার সঙ্গে দেখা করব।’’

আইএসএল শুরুর মুখে অনেক বলিউড তারকাই বিভিন্ন ফ্যাঞ্চাইজির মালিক হিসেবে এসেছিলেন। তাঁদের কেউ আছেন, কেউ সরে গিয়েছেন। কিন্তু অভিষেক রয়ে গিয়েছেন। হিমার হাতে করে আনা বল দিয়েই ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধন হল এ দিন। হিমা বলছিলেন, ‘‘ফুটবল খেলা স্টেডিয়ামে বসে দু’একটা দেখেছি। কিন্তু আইএসএলের এ রকম খেলা বা উদ্বোধন কখনও মাঠে বসে দেখিনি। দারুণ অনুভূতি। অভিষেক স্যর আমাকে দারুণ ভাবে অনুপ্রাণিত করলেন।’’

Advertisement

চারশো মিটারে রুপো ছাড়াও মেয়েদের রিলেতে সোনা জিতে দেশজুড়ে হইচই ফেলে দিয়েছেন। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবার সঙ্গেই দেখা হয়েছে তাঁর। অসমের শুভেচ্ছা দূত হয়েছেন সতেরো বছরের সোনার মেয়ে। কিন্তু এ রকম মঞ্চে কখনও তিনি নিজে আলো হয়ে দাঁড়াননি। নগাওঁর চাষীর মেয়ে যখন বল নিয়ে মাঠে ঢুকছেন তখন তাঁর এক দিকে বলিউড তারকা অভিষেক বচ্চন, আইএসএলের চেয়ারম্যান নীতা অম্বানি, অন্য দিকে ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় ও এটিকের মালিক সঞ্জীব গোয়েন‌্কা। সঙ্গে এ দিন খেলা এটিকে এবং কেরল ব্লাস্টার্সের দুই বিদেশি কোচ ও অধিনায়ক।

মাঠের চল্লিশ হাজার দর্শক কিছু বুঝে ওঠার আগেই বল হাতে নিয়ে হঠাৎ-ই ঢুকে পড়লেন দেশের অন্যতম সেরা স্প্রিন্টার। দৌড়ে এসে তিনি তা তুলে দিলেন মুকেশ অম্বানির স্ত্রী-র হাতে। নীতা সঙ্গে সঙ্গে কাঁধে হাত দিয়ে হিমাকে বলেন, তাঁর সঙ্গে ‘লেটস ফুটবল’ স্লোগান দিতে। হাসতে হাসতে হিমা বলেন, ‘‘লেটস ফুটবল।’’ পরে বলছিলেন, ‘‘আমি ফুটবলের ভক্ত। বিশ্বকাপের কয়েকটা ম্যাচ দেখেছি।’’

স্প্রিন্ট-কন্যা হিমার উদ্বোধনী অনুষ্ঠানে আসা যদি একটা চমক হয় তা হলে সতেরো মিনিটের অনুষ্ঠানে দ্বিতীয় চমক হল, উষা উত্থুপের জাতীয় সঙ্গীত ও ঢাকের তালের সঙ্গে কুলো হাতে প্রতিমা বরণের নৃত্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন