ছন্দে ফেরা মুম্বইকে নিয়ে উদ্বেগ ওর্তেগার

নর্থইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়িন এফসি ও কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করেছেন সুব্রত পালেরা। আজ, বৃহস্পতিবার ঘরের মাঠে তাঁদের প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা মহম্মদ আমিনেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৪:৫৪
Share:

জামশেদপুরের কোচ আন্তোনিয়ো ওর্তেগা।—ফাইল চিত্র।

আগের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই সিটি এফসি। উঠে এসেছে আইএসএলের পয়েন্ট টেবলে পঞ্চম স্থানে। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলেও জামশেদপুর এফসি শিবিরে অস্বস্তি বাড়াচ্ছে তাদের শেষ তিনটি ম্যাচের ফল।

Advertisement

নর্থইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়িন এফসি ও কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করেছেন সুব্রত পালেরা। আজ, বৃহস্পতিবার ঘরের মাঠে তাঁদের প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা মহম্মদ আমিনেরা। বৃহস্পতিবার জিতলেই পয়েন্ট টেবলে শীর্ষ স্থান পুনরুদ্ধার করা সুনীল ছেত্রীদের ছুঁয়ে ফেলবে জামশেদপুর। কিন্তু ম্যাচের আগে একেবারেই স্বস্তিতে নেই জামশেদপুরের কোচ আন্তোনিয়ো ওর্তেগা। আতলেতিকো দে মাদ্রিদ থেকে লোন-এ যোগ দেওয়া স্ট্রাইকার সের্খিয়ো কাস্তেলকে মুম্বইয়ের বিরুদ্ধে পাবেন না জামশেদপুরের স্পেনীয় কোচ। তিনি বলেছেন, ‘‘আগের ম্যাচে দলের সব স্ট্রাইকারকেই মাঠে নামিয়েছিলাম। তা সত্ত্বেও জিততে পারিনি। শুধু গোল করার কথা ভাবলেই হবে না। আক্রমণের পাশাপাশি রক্ষণের কথাও মাথায় রাখতে হবে।’’

শেষ তিনটি ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া করেছে জামশেদপুর। আর মুম্বই শেষ ১৫ মিনিটেই এখনও পর্যন্ত ছ’টি গোল করেছে। যা উদ্বেগ বাড়াচ্ছে আন্তোনিয়োর। তিনি বলেছেন, ‘‘দল চাপে পড়ে যাচ্ছে বলেই শেষের দিকে গোল খাচ্ছে। তবে আমরা এখন চাপ সামলানোর কৌশলও শিখছি।’’

Advertisement

মুম্বই শিবিরের ছবিটা সম্পূর্ণ উল্টো। বেঙ্গালুরুর বিরুদ্ধে আগের ম্যাচে নাটকীয় জয়ের পরে ফুটবলারেরা চনমনে। কোচ হর্হে কোস্তা বলেছেন, ‘‘বেঙ্গালুরুর মতো দলকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। এখন আমাদের লক্ষ্য জামশেদপুরকে হারিয়ে প্রথম চারটি দলের মধ্যে জায়গা করে নেওয়া।’’

বৃহস্পতিবার আইএসএলে: জামশেদপুর বনাম মুম্বই (সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস টু চ্যানেলে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন