অতীত ভুলে নতুন লড়াই সুব্রতদের, পরীক্ষা ওড়িশারও

দু’মরসুম আগে বেঙ্গালুরু এফসি-র সঙ্গেই আইএসএলে পথ চলা শুরু করেছিল জামশেদপুর। সুনীল ছেত্রীরা অভিষেকের মরসুমেই রানার্স হন। পরের মরসুমে চ্যাম্পিয়ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০৪:৫৬
Share:

ভরসা: জামশেদপুরের অন্যতম স্তম্ভ সুব্রত পাল। ফাইল চিত্র

অভিষেকের আইএসএলে ইটালির হয়ে বিশ্বকাপজয়ী তারকা আলেসান্দ্রো দেল পিয়েরোকে সই করিয়ে চমকে দিয়েছিল দিল্লি ডায়নামোজ এফসি। আর এক বিশ্বকাপজয়ী তারকা ব্রাজিলের রবার্তো কার্লোসও ছিলেন। কিন্তু শেষ চারের বেশি কখনওই এগোতে পারেনি দিল্লি। অধরা খেতাবের খোঁজে এই মরসুমে নাম ও ঠিকানা বদলে ফেলেছে তারা। ওড়িশা এফসি নামে ভুবনেশ্বর থেকে খেলবে। আজ, মঙ্গলবার প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি।

Advertisement

দু’মরসুম আগে বেঙ্গালুরু এফসি-র সঙ্গেই আইএসএলে পথ চলা শুরু করেছিল জামশেদপুর। সুনীল ছেত্রীরা অভিষেকের মরসুমেই রানার্স হন। পরের মরসুমে চ্যাম্পিয়ন। জামশেদপুর কিন্তু এখনও পর্যন্ত শেষ চারের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। গত মরসুমে ইপিএলে খেলা অস্ট্রেলীয় তারকা টিম ক্যাহিলকে সই করিয়েও ছবিটা বদলায়নি। ওড়িশার মতো জামশেদপুরও এ বার মরিয়া অতীতের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে।

এই মরসুমে দু’দলেই একাধিক পরিবর্তন হয়েছে। ওড়িশা সই করিয়েছে বার্সেলোনা ‘বি’ দলের প্রাক্তন ডিয়াওয়ানদৌ জিয়াগকে। ২৫ বছর বয়সি সেনেগাল জাতীয় দলের মিডফিল্ডার এই মরসুমে তুরুপের তাস হতে পারেন ওড়িশার। এ ছাড়া বিনীত রাই, মার্কোস তেবার রয়েছেন।

Advertisement

জামশেদপুর সই করিয়েছে সি কে বিনীতকে। নতুন দলের হয়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনি। বিনীত বলেছেন, ‘‘ফুটবল নিয়ে জামশেদপুরের উন্মাদনা দেখে আমি মুগ্ধ। আমার মতে, দেশের সেরা মাঠ এখন জামশেদপুরেই।’’ তিনি যোগ করেছেন, ‘‘সব ক্লাবের মতো আমরাও চাই চ্যাম্পিয়ন হতে। জামশেদপুরের সমর্থকদের ট্রফি উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’’ বিনীত ছাড়াও জামশেদপুরের অন্যতম ভরসা অভিজ্ঞ গোলরক্ষক সুব্রত পাল। এ ছাড়াও সুমিত পাসি, রোমিয়ো ফার্নান্ডেজের মতো তরুণরাও রয়েছেন। ঘরের মাঠে অভিযান শুরুর আগে দলের স্পেনীয় কোচ আন্তোনিয়ো ওর্তেগা বলেছেন, ‘‘কাজটা কঠিন হলেও জয় ছাড়া কিছুই ভাবছি না। গত এক মাস ধরে আমরা প্রস্তুতি নিয়েছি।’’

ওড়িশার কোচ জোসেপ গোম্বাউ-ও স্পেনীয়। গত মরসুমেও তিনি দায়িত্বে ছিলেন। এই মরসুমে দল গড়ার সময় তিনি তারুণ্যের উপরেই জোর দিয়েছেন। ওড়িশার অন্যতম ভরসা ২১ বছর বয়সি মিডফিল্ডার বিনীত রাই বলেছেন, ‘‘ফুটবল জীবনের শুরুতে আমি খুব একটা সুযোগ পেতাম না। কিন্তু কখনওই হাল ছাড়িনি। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছি। আমি কৃতজ্ঞ ওড়িশা এফসি-র কোচ ও অন্যান্যদের কাছে।’’ জাতীয় দলের কোচ ইগর স্তিমাচকে নিয়েও উচ্ছ্বসিত বিনীত। বলেছেন, ‘‘ভারতের সিনিয়র দলে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ ইগরের কাছে। সব সময় চেষ্টা করেছি, নিজেকে উজাড় করে দেওয়ার।’’

মঙ্গলবার আইএসএলে: জামশেদপুর এফসি বনাম ওড়িশা এফসি (সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন