ISL 2020

২৭ নভেম্বর আইএসএল-এ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

আইএসএল শুরু হচ্ছে ২০ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এটিকে-মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১৬:৫৮
Share:

—ফাইল চিত্র

গোয়ায় ১১ দল নিয়ে শুরু হচ্ছে আইএসএল। ২০ নভেম্বর এটিকে-মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু এ বারের আইএসএল। এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে তিলক ময়দানে। ডার্বি দিয়েই শুরু হবে এ বারের লাল-হলুদের আইএসএল সফর।

Advertisement

কলকাতার ফুটবলপ্রেমীদের নজর থাকবে যদিও ২৭ নভেম্বরের দিকেই। প্রথমবার আইএসএলে কলকাতা ডার্বি। দুই প্রধানের লড়াই দেখতে মুখিয়ে থাকবে কলকাতা। লিভারপুল কিংবদন্তি রবি ফাওলারের মুখোমুখি হবেন স্প্যানিশ কোচ অ্যান্তোনিও হাবাস। সেই লড়াইয়ে কে জিতবে তার দিকেই থাকবে নজর। মর্যাদার লড়াইয়ে আইএসএলে প্রথমবার জিতে এগিয়ে যেতে চাইবে দুই দলের সমর্থকরাই।

আইএসএল হবে গোয়ার তিন মাঠে। তিলক ময়দান, জওহারলাল নেহ্রু স্টেডিয়াম এবং গোয়া মেডিকাল কলেজ স্টেডিয়ামে। মোট ম্যাচের সংখ্যা ৫৫টি। শেষ ম্যাচেও থাকছে মোহনবাগান। ১১ জানুয়ারি তারা খেলবে মুম্বই সিটির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে মুম্বই সিটির বিরুদ্ধে।

Advertisement

আরও পড়ুন: মর্গ্যানের দুই ভুল সিদ্ধান্তে হার, তীব্র আক্রমণ প্রাক্তন স্পিনারের

আরও পড়ুন: করোনার জন্যই পরিণত হয়েছি, কলকাতাকে হারিয়ে বললেন সুপার কিংসের করোনাজয়ী​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন