isl

বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে বিপক্ষের ফুটবলারকেই ভারতসেরা বাছলেন হাবাস

বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামলেই গোল পেয়েছেন ডেভিড উইলিয়ামস। মঙ্গলবারের ম্যাচে তাঁকে খেলাবেন কি না, তা খোলসা না করলেন না হাবাস

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৪
Share:

বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্টই লক্ষ্য হাবাসের ছবি টুইটার

মঙ্গলবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে সুনীল ছেত্রির প্রশংসা আন্তোনিয়ো লোপেজ হাবাসের মুখে। ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘সুনীল ভারতের সেরা ফুটবলার। এটা পরিষ্কার। ও সত্যি অসাধারণ। ওদের দলে ভারসাম্যও বেশ ভাল। তবে সুনীল নয়, আমাদের ম্যাচ বেঙ্গালুরু দলের বিরুদ্ধে।’’

Advertisement

বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামলেই গোল পেয়েছেন ডেভিড উইলিয়ামস। মঙ্গলবারের ম্যাচে তাঁকে খেলাবেন কি না, তা খোলসা না করলেও হাবাস বলেন, ‘‘ও খুব ভাল উন্নতি করছে। তবে কারা প্রথম একাদশে খেলবে, তা এখনই জানি না। আমি সকলের সঙ্গে কথা বলে পুরোটা ঠিক করব।’’

সবার আগে প্লে অফে যাওয়া নিশ্চিত করতে চান হাবাস। তিনি বলেন, ‘‘প্লে অফ নিশ্চিত করার পর লিগে প্রথম হওয়ার চেষ্টা করব আমরা। তারপর একে একে সেমিফাইনাল আর যদি ফাইনালে উঠতে পারি তারপর সেই ম্যাচ নিয়ে ভাবব। একটা করে ম্যাচ নিয়েই ভাবতে চাই আমরা। লিগের শীর্ষে কারা থাকবে, তা লিগের ম্যাচ শেষ না হলে বোঝা যাবে না। এই জায়গা থেকে মুম্বইও ম্যাচ হারতে পারে।’’

Advertisement

শেষ ২ ম্যাচে ৭ গোল করলেও ৩ গোল খেতে হয়েছে এটিকে মোহনবাগানকে। তবে তা নিয়ে চিন্তায় নেই তিনি। হাবাস বলেন, ‘‘আমার মনে হয় আমাদের দলে যথেষ্ট ভারসাম্য আছে। দুই-একটা গোল সেটপিস থেকে খেতে হয়েছে এটা যেমন ঠিক, তেমনই আমাদের আক্রমণভাগের ফুটবলাররা যে ভাল খেলছে, এটাও মানতে হবে।’’

শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলার দুদিনের মধ্যেই আবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ। তবে তা নিয়ে ভাবতে রাজি নন হাবাস। তিনি বলেন, ‘‘এখানে অজুহাতের কোনও জায়গা নেই। আমাদের ১০০ শতাংশ দিতেই হবে। সুনীলরা আগের ম্যাচ ড্র করলেও মঙ্গলবারের ম্যাচ আমাদের জন্য সহজ হবে না। আমরা একই রকম প্রস্তুতি নিয়ে মাঠে নামব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন